Select Page

ঈদে মুক্তি পাচ্ছে ‘জান্নাত’, কে কী বললেন?

ঈদে মুক্তি পাচ্ছে ‘জান্নাত’, কে কী বললেন?

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সাইমন সাদিক ও মাহিয়া মাহি অভিনীত ও মোস্তাফিজুর রহমান পরিচালিত ‘জান্নাত’। এই উপলক্ষে শনিবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে সাইমন-মাহিকে শুভ কামনা জানাতে এসেছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনালসহ আরও অনেকেই। ছবিটির জন্য শুভকামনা জানান সকলেই।

মাহি বলেন, ‘আমি এ যাবত যতগুলো সিনেমা করেছি। সবগুলো আমার পরিবার পছন্দ করেনি। কোনোটা দেখার জন্য সাজেষ্ট করতে পেরেছি কোনোটার জন্য পারিনি। কিন্তু এই প্রথম একটা সিনেমা যেটা দেখার জন্য অপেক্ষা করছে আমার শশুরবাড়ির সকলেই। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি মানিক স্যারকে ধন্যবাদ জানায় তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন দিনি। সবাই জান্নাতের জন্য দোয়া করবেন। সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ।’

সাইমন বলেন, ‘মানিক ভাইয়ের ইচ্ছে ছিল সমসাময়িক গল্প নিয়ে কাজ করবেন। একটি সত্য ঘটনা অবলম্বনে সুদীপ্ত সাঈদ এই সিনেমার গল্প লিখেছেন। সারা বিশ্ব যখন জঙ্গিবাদ ইস্যুতে অস্থির তখন এমন গল্পের একটি ছবি করা দায়বদ্ধতা বলেই মনে করেছি। আমার বিশ্বাস ছবিটি সবার ভালো লাগবে।’

মোস্তাফিজুর রহমান মানিক বলেন,‘আমার প্রথম ছবি যেই আনন্দ দিয়েছে। জান্নাত আমাকে সেই আনন্দ দিয়েছে। ছবিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বুকিং এজেন্ট ভাইয়েরা আমার পাশে থাকবেন আশা করি। এ মূহুর্তে এটা একটা প্রয়োজনীয় ছবি। এটা সবার দেখা উচিৎ বলেই আমি মনে করি। সাইমন-মাহি তারা দূর্দান্ত অভিনয় করেছেন এই সিনেমায়।’

প্রদর্শক সমিতির নেতা মিয়া আলাউদ্দিন বলেন, “ঐতিহ্যবাহী সিনেমা হলটি যখন বন্ধ হয়ে যাচ্ছিল তখন মানিক আমাকে বলেছিলো তার প্রথম সিনেমা ‘দুই নয়নের আলো’ চালিয়ে বন্ধ করতে। সিনেমা হলটির ইতিহাসের সাথে মানিক যুক্ত হয়ে যায়। কারণ ‘মুখ ও মুখোশ’ দিয়ে হলটি চালু হয় এবং মানিকের সিনেমা দিয়ে বন্ধ হয়।”

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, “মোস্তাফিজুর রহমান মানিক যখন ছাত্র তখন থেকেই আমি তাকে চিনি। একসময়ে তিনি আমাদের সমিতির সর্বকনিষ্ঠ একজন সদস্য ছিলেন। তিনি অনেক মেধাবী একজন নির্মাতা। আমার বিশ্বাস ‘জান্নাত’ সিনেমাটি তিনি দারুণভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। মানিক ও সিনেমাটির জন্য আমার শুভকামনা রইল।”

এরই মধ্যে ‘জান্নাত’-এর টিজার দেখেছেন দর্শক। প্রেম-ভালোবাসা,সংঘাত, জঙ্গি ইস্যুও উঠে আসবে ছবিটিতে। ‘জান্নাত’-এর মাধ্যমে ৫ বছর পর আবারও জুটি হয়ে বড় পর্দায় আসছেন পোড়ামন ছবির সফল জুটি সাইমন-মাহি। এদিকে মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘আনন্দ অশ্রু’তেও জুটি বেঁধে অভিনয় শুরু করেছেন সাইমন-মাহি।


মন্তব্য করুন