Select Page

ঈদে মুক্তি পাচ্ছে ‘সুপার হিরো’

ঈদে মুক্তি পাচ্ছে ‘সুপার হিরো’


অবশেষে ঈদুল ফিতরে মুক্তির সবুজ সংকেত পেয়ে গেল হার্টবিট প্রডাকশনের আলোচিত সিনেমা ‘সুপার হিরো’।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সদস্যরা ‘সুপার হিরো’ দেখেছেন। সবাই বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর তথ্য সচিব এসে সেন্সর সনদে স্বাক্ষর করে যান।

‘সুপারহিরো’ পরিচালনা করেছেন আশিকুর রহমান।

সিনেমাটির প্রধান দুটি চরিত্রে আছেন শাকিব খান ও শবনম বুবলি। আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, টাইগার রবি ও সিন্ডি রোলিং। শোনা যাচ্ছে, বিশেষ একটি চরিত্রে আছেন তাসকিন রহমান।

কিছুদিন সিনেমাটি নিয়ে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজের কর্ণধার সেলিনা আক্তার। অভিযোগে বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিদেশে শুটিং করেছে ‘সুপার হিরো’।

এ জন্য প্রযোজক তাপসী ফারুক দুঃখ প্রকাশ করেন। এছাড়া হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সিনেমাটি সেন্সরে কোনো বাধা নেই জানিয়েছে। এরপরও ‘সুপার হিরো’র সেন্সর নিয়ে কয়েকদিন ধরে বিতর্ক হয়ে আসছিল। অবশেষে মুক্তির স্বাদ পেল সিনেমাটি।

আশা করা হচ্ছে, ঈদুল ফিতরে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন থ্রিলারটি।


মন্তব্য করুন