Select Page

পোড়ামন ২ : প্রচারণায় কুপোকাত দর্শক

পোড়ামন ২ : প্রচারণায় কুপোকাত দর্শক


নিঃসন্দেহে এবারের ঈদুল ফিতরের অতিচর্চিত সিনেমা ‘পোড়ামন ২’। হিট সিনেমার সিক্যুয়াল হিসেবে নয়— গল্প, নির্মাণ, প্রচারণার ধরন, পরিচালনা, অভিনয়শিল্পী নির্বাচন এই আলোচনার অংশ।

‘পোড়ামন ২’ এর গল্প নিয়ে সামান্য আভাস পাওয়া গেছে টিজার, ট্রেলারে। গ্রামীণ আবহের সেই গল্প আগ্রহ জাগানিয়া। সিনেপর্দায় ধনী-গরীব বৈষম্য ক্লিশে মনে হলেও বাস্তবে নিশ্চয় এ ভেদ মুছে যায়নি। সেই গল্পটা নতুনভাবে বলা যেতে পারে। এর ভিন্ন ভিন্ন জার্নিও থাকতে পারে। ‘পোড়ামন ২’ সেই স্বপ্ন দেখায়। পরিচালক রায়হান রাফি বলছেন, এই গল্প শতভাগ মৌলিক। পৃথিবীর কোনো দেশের সিনেমার সঙ্গে মিল পাওয়া যাবে না। এছাড়া ‘পোড়ামন’ যে একটা ব্র্যান্ড অস্বীকার করা যাবে না।

গল্পে নায়ককে দেখানো হয়েছে সালমান শাহর ভক্ত হিসেবে। যা ইতোমধ্যে সালমান ভক্তদের হৃদয় কেড়ে নিয়েছে। এটা নির্মাতার সুকৌশলী পদক্ষেপ।

অভিনয়শিল্পী নির্বাচনে চতুর সিদ্ধান্ত নির্মাতার। সিয়াম আহমেদ ছোটপর্দার হালের ক্রেজ। ভালো অভিনয়ও করেন। প্রকাশিত ভিডিওতে তা স্বাক্ষর দেখা গেছে। অন্যদিকে এক সিনেমার নায়িকা পূজাকে নিয়ে দর্শক আগ্রহের অন্ত নেই। সহজ-সরল, পাশের বাড়ির লুক আছে তার। অন্যদিকে বাপ্পারাজকে নিয়ে অনেকের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। আছেন আনোয়ারা, ফজলুর রহমান বাবুর মতো পরীক্ষিত অভিনয়শিল্পী। চোখে পড়েছেন সাঈদ বাবুও।

প্রেমের গল্পে গান অপরিহার্য অঙ্গ। ‘পোড়ামন ২’ এও থাকছে কিছু গান। এর মধ্যে সালমান শাহকে উৎসর্গ করা গানটি হাইপ তুলেছে, যদিও গানটির কথা-সুর গড়পরতা মানের। তবে দৃশ্যায়ন হৃদয় ছুঁয়েছে। ভালো লেগেছে ‘ও হে শ্যাম’ গানটি। নিঃসন্দেহে বছরের অন্যতম সেরা গান হতে যাচ্ছে। এছাড়া গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘সুতো কাটা ঘুড়ি’ শুনতে বেশ। লোকগান ‘কিছুদিন মনে মনে’ শোনা যাবে খালি গলায়। আপাতত এটুকুই জানা গেছে গান সম্পর্কে। সব মিলিয়ে ভালোমানের মিউজিক স্কোর থাকছে।

‘পোড়ামন ২’ রায়হান রাফির প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এর আগে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়ে নজর কেড়েছেন। তার আত্মবিশ্বাসও দেখার মতো। ট্রেলারে তুলে ধরা গল্প-নির্মাণের যে ছাপ তা রাফির মুন্সীয়ানাকে তুলে ধরেছে। বাকিটা তো পর্দায় দেখার বিষয়।

জাজ মাল্টিমিডিয়া সাম্প্রতিক সময়ে নিজের নির্মাণের ভার অনেকটা ভারতীয়দের হাতে তুলে দিয়েছিল। ‘পোড়ামন ২’ আবারো দেশে ফেরালো প্রতিষ্ঠানটিকে। যদিও সিনেমাটির বিভিন্ন বিভাগে প্রধান্য পেয়েছেন ভারতীয় ক্রু’রা। তাও ভালো, পুরোপুরি দেশি ছবি এটি।

অনেক বিষয় বাদ পড়লেও, যে বিষয়ে না বললেই নয়! প্রচারণা। দুর্দান্ত কিছু পোস্টার নিয়মিত বিরতিতে প্রকাশ করে রাফি চমকে দিয়েছিলেন। একই পোস্টার দেখা যাচ্ছে রাস্তার মোড়ে। সাধারণত এর ব্যতিক্রম হয়। অনলাইনে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, প্রযোজক দারুণ সরব। তাদের দেখা গেছে সিনেমা বিষয়ক গ্রুপ থেকে জাজ ও ব্যক্তিগত পাতায়। আর অফলাইনে প্রথমবারের আয়োজিত হলো ‘দর্শকের জাগরণ, সিনেমায় আলোড়ন’ শীর্ষক প্রচারণা। পাশে ছিল বাংলা চলচ্চিত্র গ্রুপ ও থিয়েটার থ্রেড। এটা নিশ্চয় বাংলা সিনেমার প্রচারণার জগতে নতুন ছাপ রাখবে।


মন্তব্য করুন