Select Page

ঈদে মুক্তি পাচ্ছে সুলতানা বিবিয়ানা

ঈদে মুক্তি পাচ্ছে সুলতানা বিবিয়ানা

Sultana Bibiana film by himel ashraf with aachol bappy shahiduzzaman selim (1)নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই, কারণ ছবির শ্যুটিং শেষ হল মাত্র গতকাল। বাকী আছে এডিটিং, ডাবিং এবং সেন্সরবোর্ডের ঝুট ঝামেলা। নির্বিঘ্নে সব পেরোতে পারলেই আগামী ঈদে মুক্তি পাবে সুলতানা বিবিয়ানা খবর প্রথম আলো

সুলতানা বিবিয়ানা পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এটিই তার প্রথম পরিচালিত চলচ্চিত্র। অবশ্য কাজে কর্মে তিনি অভিজ্ঞ পরিচালকের মতই চৌকশ – এমন মন্তব্য করেছেন সুলতানা বিবিয়ানা চলচ্চিত্রের প্রধান অভিনেতা বাপ্পী। ছবিতে তার সহশিল্পী হিসেবে আছেন আঁচল

গত বছরের শুরুর দিকে আরশাদ আদনান প্রযোজিত এই ছবিটির কাজ শুরু হয়। প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল।

একটি ছেলে ফুল চাষ কিভাবে করে, তা শিখতে চায়। তাই সে ঢাকার অদূরে একটি গ্রামে একজন ফুল চাষীর কাছে প্রশিক্ষণ নিতে থাকে। এরই মধ্যে পাশের ক্ষেতের ফুল চাষীর মেয়ের প্রেমে পড়ে যায়। এরপর ঘটনার আবর্তে ঘটতে থাকে নানা ধরনের ঘটনা। এমন গল্পের প্রয়োজনেই ছবির শ্যুটিং হয়েছে ফুলের রাজ্য-খ্যাত যশোরের গদখালীতে। ফলে আশা করা যায়, চমৎকার কিছু লোকেশনে নির্মিত সুলতানা বিবিয়ানা দেখার সুযোগ পাবেন দর্শক। ছবিতে বাপ্পী-আঁচল ছাড়াও পাওয়া যাবে শহীদুজ্জামান সেলিম এবং অমিত হাসানকে


মন্তব্য করুন