Select Page

ঈদে শাকিবের তিন ছবি

ঈদে শাকিবের তিন ছবি

shakib-khan-9-B1-227x275মাসখানেক আগে শুনা গিয়েছিল এই ঈদে আরেফিন শুভের চারটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। সে সংখ্যা নেমে দাড়িয়েছে একটিতে। সেটিও আবার শাকিব খানের সাথে অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী‘তে। অন্যদিকে এই ছবিসহ শাকিবের তিনটি ছবি মুক্তি যাচ্ছে এইবারের ঈদে।

ছবি তিনটি হলো মালেক আফসারীর ‘ফুল অ্যান্ড ফাইনাল‘, সাফি উদ্দীনের ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ও রাকিবুল আলম রাকিবের ‘প্রেমিক নাম্বার ওয়ান’। ছবিগুলোতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জয়া আহসান, অপু বিশ্বাসববি

ব্যয়বহুল ছবিগুলো নিয়ে শাকিব খান দারুণ আশাবাদী। তিনি বলেন, মুক্তি পেতে যাওয়া প্রতিটি ছবিই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে। ফলে দর্শকদের কাছে মোটেই একঘেয়ে মনে হবে না। এ ছাড়া

ছবিগুলোতে বিপরীতে অভিনয় করেছেন তিনজন জনপ্রিয় নায়িকা। এটাকেও দর্শক গ্রহনযোগ্যতার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন।


মন্তব্য করুন