Select Page

ঈদে ২০ টাকায় যাবে অনন্য মামুনের ‘কসাই’, ট্রেলারে চমক

ঈদে ২০ টাকায় যাবে অনন্য মামুনের ‘কসাই’, ট্রেলারে চমক

অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম আই থিয়েটার ঈদে আনছে ‘কসাই’। অনন্য মামুন পরিচালিত এ ছবিটি দেখা যাবে মাত্র ২০ টাকায়।

তিনি বলেন, ‘ঈদের দিন সিনেমাটি মুক্তি পাবে। তবে সময়টা এখনও আমরা নির্ধারণ করিনি। আর অ্যাপটি একদিনের জন্য সাবস্ক্রিপশন করতে লাগবে ২০ টাকা। একদিনের মধ্যে সিনেমাটি যতবার ইচ্ছা দেখা যাবে। অন্য কনটেন্টেও দেখতে পারবেন দর্শকরা।’

মঙ্গলবার বিকাল চারটায় সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে। পাচ্ছে বেশ প্রশংসাও।

ট্রেলার বলছে এটি নৃশংস এক ডাকাত দল নিয়ে কাহিনি। যারা মানুষকে জিম্মি করে টাকা দায়ের করে। আছে কিছু রক্ত হিম করা দৃশ্য।

এ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসাইন, নবাগত প্রিয়মনি, রাশেদ মামুন অপু, নওশাবা, ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির।


মন্তব্য করুন