Select Page

ঈদ, হানিফ সংকেত ও পূর্ণিমা

ঈদ, হানিফ সংকেত ও পূর্ণিমা

Purnima

উপস্থাপনায় খ্যাতির শীর্ষে থাকা হানিফ সংকেত দেড় যুগ হল নাটক নির্মাণে হাত দিয়েছেন। তাও আবার হিসেব কষে, বছরে দুই ঈদের জন্য দু’টি।

এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এটিএন বাংলার জন্য নির্মাণ করছেন ঈদের বিশেষ নাটক ‘সন্দেহে মনদাহ’।

শুধু নাম নই, বরাবরের মত গল্প বাছাই আর বলার ধরণেও আছে বৈচিত্র্য। বিনোদনের পাশাপাশি রয়েছে একটি সামাজিক বক্তব্য।

সব মিলিয়ে ঈদ উৎসবে বাড়তি আনন্দ যোগ করবে হানিফ সংকেতের নাটকটি।

এবার নাটকের গল্প গড়ে উঠেছে এক নব দম্পতি মিলন ও সোমাকে ঘিরে। খুঁতখুঁতে মেজাজের মিলন সব কিছুতেই স্ত্রীকে সন্দেহ করে। তাদের দাম্পত্য কলহে ধীরে ধীরে জড়িয়ে পড়ে পরিবারের অন্য সদস্যরাও। ফলে সংসারে শুরু হয় টানাপোড়ন। এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনী।

নাটকটিতে মিলনের চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির আর সোমার চরিত্রে পূর্ণিমা

‘সন্দেহে মনদাহ’র শুটিং হয়েছে ফাগুন অডিও ভিশনের নিজস্ব স্পটে। সূচনা সংগীতের কথা লিখেছেন কবির বকুল, সংগীতায়োজন ছিলেন বিনোদ রায়। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী।

নাটকটি দেখতে অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত, প্রচারিত হবে এটিএন বাংলায় রাত ৮টা ৫০ মিনিটে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares