Select Page

উদযাপিত হলো ‘সিনেমা পিপলস’র প্রতিষ্ঠা বার্ষিকী

উদযাপিত হলো ‘সিনেমা পিপলস’র প্রতিষ্ঠা বার্ষিকী

cinemapeoples-3rd-foundation-year-660x330শুক্রবার  ৫  জুলাই  উদযাপিত হয়ে গেলো ‘সিনেমা পিপলস’র ৩য় বর্ষপূর্তি। দাবি করা হয় এটি বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ ফিল্ম নেটওয়ার্ক ।

অনুষ্ঠানের ভেন্যু ছিল ফার্মগেইটের ম্যাজিক ইমেজ।

শর্ট ফিল্মের প্রিমিয়ার, মেম্বারদের ফিল্ম প্রদর্শন, সিনেমা পিপলস লোগো সম্বলিত টি-শার্ট বিতরন শেষে কেক কাটা দিয়ে শেষ হয় এই ৬ ঘন্টা ব্যাপী বর্ষপূর্তী অনুষ্ঠান।

এতে প্রায় ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন।

‘স্বপ্ন বুনি ফ্রেমে ফ্রেমে’-এ শ্লোগান নিয়ে সিনেমা পিপলস এর যাত্রা শুরু হয় ২০১০ সালের জুলাই মাসের এক তারিখ। অনলাইনে ফেসবুক গ্রুপ ও ওয়েবসাইটের মাধ্যমে বৃদ্ধি পাওয়া এই নেটওয়ার্কের অনেক মেম্বার নিজেদের মাঝে যোগাযোগ করে শর্ট ফিল্ম নির্মান করছেন।

বিএমডিবি-র পক্ষ থেকে ‘সিনেমা পিপলস’ ও এর সাথে জড়িত সবার জন্য শুভ কামনা।

সুত্র: সিনে ম্যাগাজিন মুখ ও মুখোশ


১ টি মন্তব্য

  1. সওদাগর

    দারুণ উদ্যোগ। তরুণদের হাতেই এদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বদলে যাবে। সিনেমাপিপলসদের জন্য আন্তরিক শুভকামনা 🙂

মন্তব্য করুন