Select Page

‘উধাও’র প্রিমিয়ার

‘উধাও’র প্রিমিয়ার

Udhaon_Poster-235x275বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সাতটি পুরস্কার জিতে নিয়েছে ‘উধাও’ চলচ্চিত্রটি। বিশ্বের নানা প্রান্তে প্রদর্শিত হলেও দেশে এখনো কোন প্রদর্শনী হয়নি। আজ প্রিমিয়ারের মাধ্যমে দেশে প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে ছবিটি। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

উধাও পরিচালনা করেছেন অমিত আশরাফকাজী হাউজ প্রোডাকশন্সের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সুমন আরেফিন। ‘উধাও’ ছবিতে অভিনয় করেছেন শাকিল আহমেদ, শাহেদ আলী, অনিমেষ আইচ, ঋতু সাত্তার, নওশাবা আহমেদ, শাহীন আক্তার স্বর্ণা, সাইফুল ইসলাম ও ইথিলা ইসলাম।

ছবির গল্প গড়ে উঠেছে এভাবে- শহরে প্রায়ই গাঢাকা দেয় কিছু মানুষ। আবার এমন মানুষও আছে এই শহরে, যারা এসব গাঢাকা দেয়া মানুষগুলোকে খুঁজে বের করে ফেরত নিয়ে যায় তাদের পরিবারের কাছে। বিনিময়ে পায় নগদ টাকা। স্কুল-ভ্যান চালক বাবু সেরকমই একজন। একদিন বাবু কিডন্যাপ করে শহরের একজন ধনবান প্রভাবশালী ব্যক্তি আকবর রহমানকে। আর শুরু হয় ড্রামা থ্রিলার ফিল্ম ‘উধাও’র শ্বাসরুদ্ধকর গল্প।

৪ অক্টোবর থেকে ছবিটি ঢাকার স্টার সিনেপ্লেক্স, বলাকাসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


মন্তব্য করুন