Select Page

উপস্থাপনায় দিতি-চম্পা

উপস্থাপনায় দিতি-চম্পা

image_59270৯৯৮ সালে ‘ভাই’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন চম্পা ও দিতি। এশিয়ান টিভির একটি ঈদ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পরে তাদের আবার একসঙ্গে একই অনুষ্ঠানে দেথা যাবে। তারা থাকছেন এশিয়ান টিভির ঈদ অনুষ্ঠান সূচি উপস্থাপনায়।

চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় এই তারকা দুজনের মধ্যে রয়েছে চমৎকার সম্পর্ক। দিতি নিয়মিত উপস্থাপনা করলেও চম্পার এটি প্রথম উপস্থাপনা। তারা এশিয়ান টিভি’র ঈদের নাটকেও অভিনয় করেছেন।

এশিয়ান টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘চম্পা ও দিতি দুজনেই বিনোদন জগতের আলোচিত ও সম্মানিত দুজন ব্যক্তির মাধ্যমে তুলে ধরছি আমাদের সেরা আয়োজনগুলো। আগামী দুয়েকদিনের মধ্যেই চম্পা-দিতির ২৫ মিনিটের অনুষ্ঠানটি প্রচার করা হবে।

সুত্র: দৈনিক ইত্তেফাক


মন্তব্য করুন