Select Page

উল্টো পথে শামীম আহমেদ রনি!

উল্টো পথে শামীম আহমেদ রনি!

নিজের পূর্ব অবস্থান থেকে যেন ১৮০ ডিগ্রি উল্টো ঘুরলেন শামীম আহমেদ রনি। অবশ্য দলাদলিময় ঢালিউডে এ নির্মাতা যদি পেশাদারিত্বকেই প্রাধান্য দিয়ে থাকেন, তবে ঠিকই আছেন তিনি।

কয়েক বছরের ক্যারিয়ারে চারটি সিনেমা নির্মাণ করেছেন রনি। এর মধ্যে তিনটিরই নায়ক শাকিব খান। একটিতে পেয়েছেন আরিফিন শুভকে। শুরুতে এত চমক কম পরিচালকই দিতে পেরেছেন।

শাকিবের সঙ্গে তার সম্পর্কটা বরাবরই অন্যরকম মনে হয়েছে। পরপর সিনেমার পাশাপাশি শাকিবের হালের জুটি শবনম বুবলিও এসেছেন রনির হাত ধরে।

মাঝে পরিচালক সমিতি থেকে বিতাড়িত হয়ে দারুণ ঝামেলায় পড়েন রনি। তাও কি-না শাকিবের পক্ষে কথা বলতে গিয়ে। ওই সময় সমিতির কথা অগ্রাহ্য করে শাকিবকে নিয়ে ‘রংবাজ’-এর শুটিং চালু রাখেন, পাশাপাশি নিন্দা-মন্দ করতেও শোনা গেছে। এ কারণে গোস্বা হয় সমিতি। পরে শাকিব-অপু জটিলতায় নিজেকে জড়িয়ে ফেলেন বাক্যবাণের মাধ্যমে। আরো শোনা যায়, কলকাতার স্থানীয় সিনেমায় শাকিবের উপস্থিতির জন্য কথা চালাচালিও করেছেন রনি।

তবে চোখে লাগার মতো বিষয় হলো— শাকিবের কারণে সমিতির সদস্য পদ খোয়ালেও রনির জন্য কোনো বাক্যই খরচ করেননি নায়ক। এ নিয়ে ফিসফাস যে হয়নি এমন নয়।

এবার বছরের শুরুতেই সমিতি রনিকে ক্ষমা করে দেয়। এর পরপরই এ পরিচালক নতুন সিনেমার ঘোষণা দেন।

অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির দুই চরিত্রে ‘মায়া’ ও ‘মানছু’কে নিয়ে স্ট্যাটাস দিয়ে যাচ্ছিলেন। কিন্তু কে জানত রনির ‘মানছু’ হতে যাচ্ছেন জায়েদ খান। যার সঙ্গে শাকিবের সম্পর্ক একদমই উল্টো।

ছবিটির নাম ‘ক্ষত’। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করছেন পরী মনি।

তবে ঘটনা যাই হোক, রনি এবার কী খেল দেখাবেন তা-ই দেখার বিষয়। এমনও হতে পারে ঢালিউডের বৈরিতার গোড়ায় পানি ঢালছেন তিনি! অসম্ভব মনে হলেও প্রত্যাশা তো থাকতেই পারে।


মন্তব্য করুন