Select Page

উড়ছেন নুসরাত ফারিয়া!

উড়ছেন নুসরাত ফারিয়া!

nusrat-faria

বাস্তবে তার পাখা গজায়নি। সর্বশেষ সিনেমা ‘বাদশা দ্য ডন’র সাফল্যে উড়ছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমন উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রথম আলোকে এ অভিনেত্রী বলেন, ‘আমি ঈদের আগে ভারতের কলকাতা আর মুম্বাইয়ে ছিলাম। ঈদের দিন দুপুরে ঢাকায় ফিরেছি। শুরুতে ভেবেছিলাম কলকাতায় ছবিটি দেখব, কিন্তু ব্যস্ততার কারণে সময় বের করতে পারিনি। ঢাকায় এসে ঈদের আট দিনের মাথায় যমুনা ব্লকবাস্টারে বোনের সঙ্গে চুপিসারে ছবিটি দেখেছি। দর্শকদের প্রতিক্রিয়া দেখে মন ভরে গেছে। আমার আর জিতের ‘বাদশা’ ছবিটির সঙ্গে কলকাতায় দেবের ‘কেলোর কীর্তি’ মুক্তি পেয়েছে। যে খবর আমার কাছে এসেছে, তাতে কলকাতায় ‘বাদশা’ বাজিমাত করেছে। সুপার-ডুপার হিট। আমি তো আসমানে উড়ছি।’

তিনি আরো বলেন, ‘সবাই এও বলেছেন, তারা একটা পরিপূর্ণ সিনেমা দেখেছেন। বাংলাদেশে অবশ্য ‘শিকারি’ ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহটা বেশি দেখা গেছে। এই ছবিতে শাকিব খানের লুক ছিল একেবারেই অন্য রকম। এমনিতে তিনি এ দেশের জনপ্রিয় হিরো। হিরোর কারণে সবাই হলে ছুটেছেন।’

নতুন সিনেমা ‘প্রেমী ও প্রেমী’ নিয়ে নুসরাত বলেন, ‘আজ (শনিবার) বিকেলে আমরা বান্দরবান যাচ্ছি। ১২ দিন সেখানে থাকব। যেভাবে কাজ করছি আমরা, তাতে আগামী আগস্টে ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার পুরো কাজ শেষ হয়ে যাবে।’

এরপর ফিটনেস ও পড়াশোনার জন্য তিন মাসের বিরতি নেবেন বলেও জানান এ অভিনেত্রী।


মন্তব্য করুন