Select Page

উড়ন্ত ওম!

উড়ন্ত ওম!

om-pashan1

সৈকত নাসিরের ‘পাষাণ’ শুটিং ফ্লোরে যাওয়ার আগে বেশ আলোচনার খোরাক হয়েছে। ঢাকার গাজীপুরে সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে। চলছেও দুর্দান্ত গতিতে।

বুধবার রাতে সিনেমাটির দুটি স্টিল ফেসবুকে শেয়ার করেন সৈকত। সেখানে অ্যাকশন দৃশ্যে দেখা যায় কলকাতার নায়ক ওমকে।

সৈকতের নির্মাণ নৈপুণ্য সবার জানা। দুই ছবির একটিতে মনে হচ্ছে ওম উড়ছেন। দর্শকের সামনে প্রকাশের জন্য বেছে নেওয়া ছবি হিসেবে এটি রুচির পরিচয় দেয়।

om-pashan2

‘পাষাণ’-এ অভিনয়ের কথা ছিল সুমিত ও পরী মনির। তাদের স্থলাভিষিক্ত হয়েছেন ওম ও এমিয়া এমি। সিনেমাটির আরো একটি চরিত্রে আছেন বিপাশা কবির।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?

Shares