Select Page

‘ঊনপঞ্চাশ বাতাস’ শেষ না হতেই নতুন সিনেমা

‘ঊনপঞ্চাশ বাতাস’ শেষ না হতেই নতুন সিনেমা

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে নতুন ছবির জন্য অভিনেতা খুঁজলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল, নাম ‘ব্যাক প্যাক সিনেমা’।

প্রথম আলো জানায়, সিনেমাটির পাণ্ডুলিপির কাজ শেষ। চলছে চিত্রনাট্যের কাজ। শিল্পী নির্বাচন শেষে সেপ্টেম্বরেই শুরু হবে শুটিং।

মাসুদ হাসান বলেন, ‘আসলে আমার প্রথম পরিচালিত চলচ্চিত্র ঊনপঞ্চাশ বাতাস নির্মাণ করার সময় একটা জিনিস বারবার মনে হয়েছে, তা হলো চলচ্চিত্রের মতো বিশাল শিল্পকে সামাল দেওয়ার মতো কোনো নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা আমাদের দেশে নেই। নেই কোনো কার্যকরী সরকারি নীতিমালা। সুতরাং এমন পরিস্থিতিতে একজন প্রযোজকের লগ্নি করা অর্থ তুলে আনতে পরিচালকের মানসিক চাপ থাকে। ফলে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত ফর্মুলার ভেতর ঘুরপাক না খেয়ে নতুন কিছু করার সাহস অর্জন করা অধিকাংশ পরিচালকের জন্য কঠিন হয়ে ওঠে। যেহেতু নতুন কিছু ভাবার সুযোগ নেই, তাই আমাদের নিজস্ব চলচ্চিত্র-ভাষা গড়ে তোলা কঠিন। আর নতুন চলচ্চিত্র-ভাষা প্রতিষ্ঠিত করতে না পারলে সেটা ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়ায় না!’

এই চিন্তা থেকে তিনি একেবারেই স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণের প্রয়াসে এই সিনেমা নির্মাণের ঘোষণা দেন। নিজের সৃজনশীলতা এবং কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করার কথা বলেছেন পরিচালক। এ ছাড়া নির্মাতার প্রথম ছবি ঊনপঞ্চাশ বাতাস-এর সম্পাদনার কাজ শেষ, এখন ডাবিং চলছে। খুব শিগগির জানা যাবে মুক্তির দিনক্ষণ।


মন্তব্য করুন