এই গরমে আরামদায়ক শীতল পাটি (ভিডিও)
শিরোনামের মতোই কান-চোখ জুড়ানো কথা-সুর ও দৃশ্যায়নে প্রকাশ হলো ‘শীতল পাটি’ গানটি। ঠিক যেন প্রখর গরমে ঢাকাই সিনেমায় একটু স্বস্তি।
শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক‘ সিনেমার গানটি। ফেরারী ফরহাদ যিনি এই সিনেমার গল্প লিখেছেন, গানটিও তার। নবান্নকে উপলক্ষ্য করে কথার ভাঁজে ভাঁজে উঠে এসেছে বাঙালি গ্রাম সংস্কৃতির নানান অনুষঙ্গ। তবে কথা-সুর-নাচ পুষিয়ে দিলেও গানের লোকেশন চোখে লাগে। এই ক্ষেত্রে ততটা বৈচিত্র্য আসেনি। ভারতের একটি ফিল্ম সিটির লোকেশনকে যেন-তেনভাবে ব্যবহার করা হয়েছে।
গানটিতে আরও দেখা গেছে ঢাকার তারিক আনাম খান ও কলকাতার রজতাভ দত্তকে। সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। আর অনেকদিন পর সিনেমার জন্য জোরালো গায়কী নিয়ে হাজির হলেন আসিফ আকবর। তিনি গেয়েছেন খুব আন্তরিকতা দিয়ে।
আর চোখ গেলে থাকবে শাকিব ও ববির নাচে। তারা আসলেই ভালো নেচেছেন। তবে ক্যামেরার দিকে শাকিবের তাকিয়ে থাকা নিয়ে ফের কথা উঠেছে।
‘নোলক’ মুক্তি পাবে ঈদুল ফিতরে। পরিচালক রাশেদ রাহার সঙ্গে দ্বন্দ্বের পর ছবির ক্যাপ্টেন এখন প্রযোজক সাকিব সনেট।
https://www.youtube.com/watch?v=QxozHI5JA8c&feature=youtu.be&fbclid=IwAR2wwsCFB9tMxGFrqw284DIxBeedb51R4EtTdsdebcaGLrbK0mJL4fJFqRM