Select Page

‘এই গল্পে ভালোবাসা নেই’

নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন 8_33746। ‘এই গল্পে ভালোবাসা নেই’ শিরোনামের এ চলচ্চিত্রটি পরিচালনা করবেন যুগল পরিচালক রয়েলঅনিক। এর কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু
পরিচালকদ্বয় বলেন, চলচ্চিত্রটিতে আরেফিন শুভর বিপরীতে অভিনয় করবেন তানহা জাফরিন।
এ ছাড়া থাকছেন ববিতা, কাজী হায়াৎ, ডলি জহুর, আলীরাজ, শিরিন বকুল, ফিরোজ সাঁই, ডন, ড্যানি সিডাক ও মিশা সওদাগর।
চলচ্চিত্রটি প্রসঙ্গে তাঁরা বলেন, ‘নতুন গল্প আর দৃষ্টিনন্দন কিছু উপস্থাপনার লক্ষ্য নিয়ে আমরা চলচ্চিত্রটি শুরু করতে যাচ্ছি। আগামী মাসের শুরু থেকে দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে শুটিং হবে।’
আরেফিন শুভ বলেন, ‘চলচ্চিত্রটির বিষয়ে এরই মধ্যে পরিচালকদ্বয়ের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। আশা করি ভালো কিছু হবে।’


২ টি মন্তব্য

মন্তব্য করুন