Select Page

‘এই ঘর এই সংসার’ নয়, অন্য সিনেমা দিয়ে অভিষেক সিয়ামের

‘এই ঘর এই সংসার’ নয়, অন্য সিনেমা দিয়ে অভিষেক সিয়ামের

কিছুদিন আগে মালেক আফসারী ফেসবুক অনুসারীদের জিজ্ঞাসা করেন, কোন সিনেমাটির রিমেক করবেন? বেশিরবার রায় যায়, সালমান শাহ অভিনীত ‘এই ঘর এই সংসার’-এর দিকে। এরপর শোনা যায় প্রয়াত চিত্রনায়ক মান্নার পুত্র সিয়াম ইলতেমাস চলচ্চিত্রটি করছেন।

মালেক আফসারী জানালেন, এমন হচ্ছে না। একদম নতুন সিনেমা নিয়ে আসছে সিয়াম। অন্যদিকে তাকে নায়ক হিসেবে পেতে হুমড়ি খেয়ে পড়ছে প্রযোজকরা। খবর বিডি নিউজ টোয়েন্টিফোর।

প্রয়োজনে প্রযোজকরা চলচ্চিত্রে পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতেও রাজি আছেন বলে জানালেন পরিচালক।  আফসারী বলেন, “দশজনের মতো প্রডিউসারের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছেন সিয়ামকে নায়ক হিসেবে পেলে যতো টাকা বাজেট দরকার খরচ করব। বড় বড় প্রডিউসাররা তো এক চলচ্চিত্রের পেছনে পাঁচ কোটি টাকা বিনিয়োগেও রাজি আছেন। পুরো সিনেমার শুটিং বাইরে করতে চায়।”

‘এই ঘর এই সংসার’ প্রসঙ্গে  বলেন, “সিয়ামকে সালমান শাহ’র রিপ্লেস করা ঠিক হবে না। সালমানের জায়গায় সিয়ামকে নেবে না দর্শকরা। সিয়ামের জন্য নতুন গল্প ভাবছি।”

আপাতত বাইরের কোনো প্রযোজনা সংস্থার ব্যানারে অভিনয় করছেন না সিয়াম। মা শেলি মান্নার নিজস্ব প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী কথাচিত্র থেকেই তার ছবিটি নির্মাণ করা হবে বলে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে এখনো চুক্তিবদ্ধ না হলেও বিষয়টি নিয়ে মান্নার স্ত্রীর সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে বলে জানালেন এ নির্মাতা। সবকিছু ঠিকঠাক থাকলে নির্মাতা মালেক আফসারির হাত ধরেই ঢাকাইয়া চলচ্চিত্রে অভিষেক ঘটছে সিয়ামের।

সিয়াম এখন বাইরের নামকরা এক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম   নিয়ে পড়াশোনা করছেন। আগামী বছরের শুরুতে দেশে ফিরবেন। অভিনয়ের চেয়ে ডিরেকশনেই তার আগ্রহ বেশি। তবে মায়ের ইচ্ছেতে শুধুমাত্র একটি সিনেমায় অভিনয়ের জন্য রাজি হয়েছেন। মালেক আফসারির চলচ্চিত্রে অভিনয়ের ফাঁকে টেকনিক্যাল কাজগুলোও হাতে কলমে শিখতে চান তিনি।


মন্তব্য করুন