Select Page

এই ছাড়ি এই ধরি!

এই ছাড়ি এই ধরি!

বেশ ঘটা করে মহরতের পর শবনম বুবলি জানান, শাকিব খানের বিপরীতে নির্মিত হবে যাওয়া ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ করছেন তিনি। এরপর শাকিব জানান, সিনেমাটিই হচ্ছে না।

অথচ দুই তারকা ঠিক ঠিকই সিনেমাটির গানের জন্য হাজির হলেন থাইল্যান্ডের ব্যাংককে।

কালের কণ্ঠ জানায়, রোববার সন্ধ্যার ফ্লাইটে ব্যাংকক গেছেন শাকিব খান ও বুবলি। যদিও নটিভি অনলাইন বলছে, তারা সোমবার রাতে যাচ্ছেন।

সেখানে তারা ‘ক্যাপ্টেন খান’ ও ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ ছবির গানের শুটিংয়ে অংশ নেবেন। এছাড়া নুসরাত ফারিয়ার বিপরীতে শাকিবের ‌‘শাহেনশাহ’র গানও হবে সেখানে। এই নায়িকা যাচ্ছেন কয়েকদিন পর।

এত কাজ নিয়ে ব্যাংকক যাওয়া প্রসঙ্গে  শাকিব বলেন, “আমার তিন ছবি—‘ক্যাপ্টেন খান’, ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ ও ‘শাহেনশাহ’র প্রযোজনা প্রতিষ্ঠান একই। প্রযোজক একসঙ্গে পাঁচটি গান শুটিং করছেন, এতে খরচ কিছুটা হলেও কমবে।’

এদিকে যুগান্তরের এক প্রতিবেদন দেখা যায় ৪ জুলাই বুবলি বলছেন, ‘শুরু থেকেই ভালো ভালো কাজ করে এসেছি। আমি এখনই সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগি নই। একই প্রযোজনা সংস্থা থেকে আমার আরও একটি ছবির বিষয়ে দীর্ঘদিন ধরেই কথা চলে আসছিল। ছবিটির জন্য আমার অনেক প্রস্তুতিও নিতে হবে। তাই মাননীয় সরকার একটা প্রেম দরকার করা হচ্ছে না। কারণ একই সঙ্গে দুই ছবিতে মনোযোগ দেয়া সম্ভব হবে না। তাই সরে দাঁড়ানো। আশা করি দর্শকরা ভুল বুঝবেন না।’

‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ নির্মাণ করছেন শাহিন সুমন। এতে শাকিব-বুবলি ছাড়াও মৃদুলা নামে নবাগত নায়িকাকে দেখা যাবে।

২৬ জুন সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে নতুন এই ছবিটির মহরতে নতুন নায়িকার নাম ঘোষণা করা হয়। সংলাপ ও চিত্রনাট্য করছেন দেলোয়ার হোসেন দিল।

এছাড়া ব্যাংককে আগে থেকেই সেখানে আছেন ববি ও রোশান। এক সপ্তাহ পর যাবেন মিষ্টি জান্নাত ও কলকাতার সূর্য। প্রথম জুটি অংশ নেবেন ‘বেপরোয়া’র গানে, অন্য দুজন যাচ্ছেন ‘তুই আমার রানী’ ছবির গানের শুটিংয়ে।


Leave a reply