Select Page

‘কেয়ামত থেকে কেয়ামত’-এ চুক্তিবদ্ধ হয়েছিলেন আমিন খান!

‘কেয়ামত থেকে কেয়ামত’-এ চুক্তিবদ্ধ হয়েছিলেন আমিন খান!

প্রায় ২০০ চলচ্চিত্রের চিত্রনায়ক আমিন খান। তার অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ হতে যাচ্ছে আসছে ১ অক্টোবর। ১৯৯৩ সালের এই দিনে মুক্তি পেয়েছিল আমিন খান অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অবুঝ দুটি মন’। চলচ্চিত্রটিতে তার সম্মানী ছিল মাত্র এক টাকা।

তবে এ চলচ্চিত্রটির আগে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে। তবে শ্রদ্ধাভাজন এক পরিচালকের অনুরোধে শেষ পর্যন্ত ছবিটিতে তার আর অভিনয় করা হয়নি।

ঈদুল ফিতরে উপলক্ষে নির্মিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান রাঙা সকাল-এর বিশেষ পর্ব। এতে অতিথি হয়ে চিত্রনায়ক আমিন খান জানালেন তার জীবনের নানা অজানা অধ্যায়।

১৯৯২ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় ২১ হাজার অংশগ্রহণকারীর মধ্যে একমাত্র নির্বাচিত মুখ আমিন খানের অবশ্য ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির পাশাপাশি দারাশিকো পরিচালিত ‘অঞ্জলী’, মোহাম্মদ হোসেন পরিচালিত ‘আজকের হাঙ্গামা’ ও সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লাভ’ ছবিতেও অভিনয় করার কথা ছিল।

রুম্মান রশীদ খান ও সাকি’র উপস্থাপনায় রাঙা সকাল-এর বিশেষ এই পর্ব প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে আসছে ঈদের তৃতীয় দিন সকাল ৭টা থেকে ৮টায়। ‘রাঙা সকাল’ প্রযোজনা করেছেন রাকিবুল আলম ও জোবায়ের ইকবাল।


মন্তব্য করুন