এই ৩৮ হলে চলছে ‘সৌভাগ্য’
ঈদুল ফিতর উপলক্ষে ৩৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ডিপজল-মৌসুমী অভিনীত ‘সৌভাগ্য’। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, তন্দ্রা, রিনা খান, ড্যানি সিডাক, আলিরাজ, আনোয়ারা, কাজী হায়াৎ, প্রবীর মিত্র, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, হাসান মাসুদ, ডি জে সোহেলসহ অনেকে। পরিচালনা করেছেন এফ আই মানিক।
২০১১ সালে চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হয়। দীর্ঘ ১০ বছর ঝুলে থাকার পর অবশেষে চলচ্চিত্রটি আলোর মুখ দেখলো। এটি এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া একমাত্র নতুন ছবি।
জেনে নিন হল তালিকা: চিত্রামহল – ইংলিশ রোড; বিজিবি অডিটোরিয়াম – আজিমপুর; গীত – যাত্রাবাড়ী; সৈনিক ক্লাব – বনানী; নিউ গুলশান – জিঞ্জিরা; সেনা অডিটোরিয়াম – নবীনগর, সাভার; চন্দ্রিমা – শ্রীপুর, সাভার; রজনী – চন্দ্রা, সাভার; নবীন – মানিকগঞ্জ; বর্ষা – গাজীপুর; চাঁদমহল – কাঁচপুর; আলোছায়া – শরীয়তপুর; নন্দিতা – সিলেট; বিজিবি – আখালিয়া, সিলেট; মনিকা – শায়েস্তাগঞ্জ, সিলেট; চিত্রালী – খুলনা; সঙ্গীতা – খুলনা; শঙ্খমহল – ডুমুরিয়া, খুলনা; সঙ্গীতা – সাতক্ষীরা; মডার্ন – দিনাজপুর; অভিরুচি – বরিশাল; পুরবী – ময়মনসিংহ; রুমা – মুক্তাগাছা, ময়মনসিংহ; শাপলা – রংপুর; আশা – মেলান্দহ, জামালপুর; বৈশাখী – কালুখালী, রাজবাড়ী; মালঞ্চ – টাঙ্গাইল; ভাই ভাই – সখীপুর, টাঙ্গাইল, শাহীন – বল্লাবাজার, টাঙ্গাইল; রাজিয়া – নাগরপুর, টাঙ্গাইল; চিত্রাবানী – গোপালগঞ্জ; কথাচিত্র – কটিয়াদী, কিশোরগঞ্জ; রাজ – কুলিয়ারচর, কিশোরগঞ্জ; পালকী – চান্দিনা, কুমিল্লা; রাজমনি – বোরহানউদ্দিন, ভোলা; রুনা – চালাকচর, নরসিংদী, তামান্না – সৈয়দপুর ও ফাইভ স্টার – দেলুয়াবাড়ী, নওগাঁ।