Select Page

একইদিনে দুই ছবিতে মাহি

একইদিনে দুই ছবিতে মাহি

mahiকথাবার্তা আগেই হয়েছিল। নতুন বছরের শুরুতেই ছবি দুটিতে চুক্তিবদ্ধ হবেন বলে আশা করছিলেন মাহি। এবার সে আশা পূরণ হলো। খবর প্রথম আলো

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে নতুন দুই ছবিতে চুক্তি স্বাক্ষর করেন মাহি। এ প্রসঙ্গে বলেন, ‘ছবি দুটিতে কাজের ব্যাপারে অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল। বাকি ছিল শুধু চুক্তি স্বাক্ষর। তাও হয়ে গেল। এখন অপেক্ষা শুটিংয়ের।’

সিনেমা দুটির নাম এখনো চূড়ান্ত হয়নি। পরিচালনা করবেন বদিউল আলম খোকনতন্ময় তানসেন। পরিচালকের নাম প্রকাশ হলেও জানানো হয়নি মাহির বিপরীতে কারা অভিনয় করছেন।

নতুন বছরের শুরুতে একসঙ্গে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারটি দারুণ উপভোগ করছেন মাহি। তিনি আরও বলেন, ‘আমি দারুণ সৌভাগ্যবতী বলতে পারেন। বছরের শুরুতেই ভালো দুজন পরিচালকের কাজের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম। প্রযোজনা প্রতিষ্ঠানও ভালো। সব মিলিয়ে ২০১৬ সালটা আমার জন্য ভালোই যাবে মনে হচ্ছে।’

একটি ছবির শুটিং শুরু হবে এ বছরের মে মাসে। পরের মাসেই শুরু হবে অন্যটির।


মন্তব্য করুন