Select Page

একই ছবিতে শুভ ও মম

একই ছবিতে শুভ ও মম

1_52242আলোচিত নাট‌্য নির্মাতা শিহাব শাহীন এবার চলচ্চিত্র নির্মাণে পা রাখলেন। প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু শুটিং শুরু বাকি। শুটিং চলবে ১ থেকে টানা ৪০ দিন।

চলচ্চিত্রের নাম ঠিক করেছেন ‘ছুঁয়ে দিলে মন’। আর এ চলচ্চিত্রে জুটি হচ্ছেন আরেফিন শুভজাকিয়া বারী মম। আরও অভিনয় করবেন ইরেশ যাকের, মিশু সাব্বিরসহ চলচ্চিত্রের নিয়মিত অনেক মুখ।

সম্পূর্ণ রোমান্টিক স্বাদের গল্প নিয়ে নির্মিত হবে ‘ছুঁয়ে দিলে মন’। এ ছবিতে এমন এক শহরের গল্প দেখানো হবে, যেটা নির্মাতার কল্পনার শহর। এ শহরের নাম তিনি দিয়েছেন ‘হৃদয়পুর’। আর গল্পে দেখা যাবে, হৃদয়পুরে দীর্ঘদিন পর ছেলেটা খুঁজে পায় মেয়েটিকে। কিশোর বয়সে প্রেম ছিল। ছেলেটাই মন ভেঙেছিল মেয়েটির। সে আবার মন জোড়া লাগাতে আসে। তারপর গল্পে একের পর এক বাঁক। গল্প জমে ওঠে।

‘ছুঁয়ে দিলে মন’ ছবির গানের কাজ চলছে এখন। গান করছেন হাবিব ওয়াহিদ এবং সাজিদ।  ছবিটি নির্মিত হচ্ছে মন ফড়িং-এর ব্যানারে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares