Select Page

একই দিনে শুভ’র চার ছবি!

একই দিনে শুভ’র চার ছবি!

Arefin-Shuvo1-235x227জনপ্রিয় মডেল ও অভিনেতা আরেফিন শুভ‘র চারটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। ধারণা করা হচ্ছে চারটি ছবিই  মুক্তি পাবে একই দিনে। আগামী কোরবান ঈদে।

ছবিগুলো হলো ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘অগ্নি’ ও ‘ছায়া-ছবি’।

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি। ছবিতে শুভর নায়িকা হিসেবে আছেন   জয়া আহসান। আরও  আছেন শাকিব খান

‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটি পরিচালনা করেছেন  দেবাশীষ বিশ্বাস। এতে শুভর নায়িকা হিসেবে আছেন  আইরিন

‘অগ্নি’ ছবিটি পরিচালনা করেছেন  ইফতেখার চৌধুরী। সাথে আছেন মাহি

‘ছায়া-ছবি’ পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে শুভর নায়িকা হিসেবে আছেন  পূর্ণিমা

এক সঙ্গে চার ছবি মুক্তি প্রসঙ্গে আরেফিন শুভ বলেন, চার ছবি মুক্তির বিষয়টি ইন্টারেস্টিং। বেশ আনন্দ লাগছে তাই।

সুত্র: মানবজমিন


২ টি মন্তব্য

  1. soyeb

    এক সাথে চার সিনেমা মুক্তি দেওয়া মোটেও ভাল হবে না । এতে হিতে বিপরীত হওয়ার সম্ভবনাই বেশী ।

মন্তব্য করুন