Select Page

একই ফ্লাইটে মুম্বাইয়ে শাকিব-শুভ

একই ফ্লাইটে মুম্বাইয়ে শাকিব-শুভ

এক দশক আগে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন শাকিব খান ও আরিফিন শুভ। ভক্তরা তাদের একসঙ্গে পর্দায় দেখতে চাইলেও তা আর হয়নি। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুই তারকার দেখা হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

শাকিব ও শুভ সিনেমার কাজেই ভারত গেলেন। শাকিব ২৭ অক্টোবর থেকে তিনি ভারতের বারানসিতে ‘দরদ’ সিনেমার শুটিং শুরু করবেন। আজ সকালে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে দেখা ঢালিউডের শুভর।

২৭ অক্টোবর ভারতে মক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত ‘মুজিব; একটি জাতির রূপকার’ ছবিটি। মুক্তির আগে তাই মুম্বাই যাচ্ছেন শুভ।

সেখানে ছবির প্রদর্শনীতে থাকাসহ সংবাদ সম্মলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন শুভ।

বিমানবন্দরে প্রয়োজনীয় কাজকর্ম শেষে শাকিব খান যখন আরিফিন শুভকে দেখলেন, পিঠ চাপড়ে দিলেন। শুভও বিমানবন্দরে শাকিবকে এভাবে পেয়ে অনেকটা হতবাক। শাকিব খানও সদ্য অস্ত্রোপাচার হওয়া আরিফিন শুভর শারীরিক অবস্থার খবর নিলেন।

বছর খানেক ধরে পলিপাস সমস্যায় ভুগতে থাকা আরিফিন শুভ সপ্তাহখানেক আগে অস্ত্রোপাচার করে তা থেকে মুক্তি পান। শারীরিক অবস্থার খবর নিয়ে শাকিব জানতে চাইলে শুভ বলেন, অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলাম, তাই এবার আর সময় নিলাম না। অপারেশন করে মুক্ত হলাম।

পরে শাকিব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুজনের ছবি শেয়ার করে লেখেন, ‘দরদ’ সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব; একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি। লাউঞ্জ গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল, তার ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।

একই ছবি শেয়ার করে শুভ লেখেন, রাজা বাদশা ব্যাপার স্যাপার আর কী!

শাকিব খান ও আরিফিন শুভ আজ বেলা ১১টা ৪০ মিনিটে বিমানে চড়ে মুম্বাই উড়াল দিয়েছেন। কয়েক দিনের মধ্যে আরিফিন শুভ ফিরে এলেও শাকিব খান ফিরবেন আগামী নভেম্বরের শেষ সপ্তাহে।


মন্তব্য করুন