Select Page

একই সময়ে এফডিসিতে শাকিব-অপু-বুবলি, দেখা হলো কি?

একই সময়ে এফডিসিতে শাকিব-অপু-বুবলি, দেখা হলো কি?

শনিবার একই সময়ে এফডিসিতে শুটিং করছেন শাকিব খান, অপু বিশ্বাস শবনম বুবলি। তবে এক ছবিতে নয়। আব্দুল মান্নান পরিচালিত ‘পাঙ্কু জামাই’ ছবির শুটিং করছেন অপু বিশ্বাস। অন্যদিকে, শাকিব খান ও বুবলী ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং করছেন।

‘পাঙ্কু জামাই’-এর আর একদিনের শুটিং আছে। রোববার ওই অংশের শুটিং হবে পুবাইলে শুটিং করবেন। এরপর বাকি থাকবে শাকিবের কিছু দৃশ্য।

ছবির প্রযোজক মোজাম্মেল হক সরকার এনটিভি অনলাইনকে বলেন, ‘শাকিব খান এরই মধ্যে ছবির ডাবিং শেষ করেছেন। ছবিতে শাকিব আর অপু বিশ্বাসের একসাথে শুটিংয়ের কোনো সিক্যুয়েন্স নেই। ছবিতে শাকিব খানের আর মাত্র একটি সিক্যুয়েন্সের কাজ বাকি আছে। কিছুদিনের মধ্যে সেই দৃশ্যের শুটিং আমরা করব।’

অন্যদিকে, শাকিব ও বুবলির ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং শুক্রবার থেকে এফডিসিতে শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ।

শোনা যাচ্ছে, তিন তারকা একই সময়ে এফডিসিতে হাজির থাকলেও তাদের দেখা হয়নি।


মন্তব্য করুন