Select Page

একটি মাত্র সংলাপ, বলে দিল কত কিছু! (টিজার)

একটি মাত্র সংলাপ, বলে দিল কত কিছু! (টিজার)

পোস্টারে প্রথম এসেছিল মিসির আলী। আর টিজারে এলো রানু। তার একটি মাত্র সংলাপ বলে দিল কত কিছু। ‘আমি অনেক কিছু বলে দিতে পারি। আমি যা বলি তা সব সত্য হয়ে যায়’, শোনা যায় রানুর কণ্ঠে।

এমন সংলাপে ‘অলৌকিক’ এক শক্তির ইঙ্গিত অভিনেত্রী জয়া আহসানের। হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাসের পাঠকমাত্রই জানেন এ সংলাপের রহস্য। এবার সিনেমার টিজার বাড়িয়ে দিল তা পর্দায় দেখার উত্তেজনা।

রোববার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘রহস্যময়ী’ জয়াকে দেখা গেলো। ‘দেবী’ নির্মাণ করেছেন অনম বিশ্বাস। দুই মিনিট ব্যাপ্তির প্রকাশিত টিজারটিতে রানু চরিত্রে জয়া আহসানের সঙ্গে দেখা মিলেছে নীলু চরিত্রের শবনম ফারিয়ার।

২০১৫-১৬ সালের সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের ‘সি তে সিনেমা’র প্রযোজনায় ‘দেবী’ নির্মিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ ও ইরেশ যাকের।

জয়া জানিয়েছেন, বছরের শেষ দিকে মুক্তি পাবে ‘দেবী’।


মন্তব্য করুন