Select Page

একদল ‘অমানুষ’ (ট্রেলার)

একদল ‘অমানুষ’ (ট্রেলার)

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন। ঠিক ১০ দিন আগে প্রকাশিত ট্রেলারে দেখা গেল একদল অমানুষকে। যারা জঙ্গলের রাজত্ব নিয়ে বিরোধে লিপ্ত, তার মাঝেই এসে পড়ে এক তরুণী।

এ সিনেমায় অভিষেক হচ্ছে রাফিয়াত রশিদ মিথিলার। তার বিপরীতে আছেন নিরব হোসাইন। আছেন মিশা সওদাগর, কাজী নওশাবা আহমেদ, রাশেদ মামুন অপুসহ অনেকে।

আজ (৭ জুন) অনলাইনে এলো ছবিটির ট্রেলার। যেখানে পাওয়া গেলো কেন্দ্রীয় প্রায় সব চরিত্রই।

‘অমানুষ’ মূলত গহিন জঙ্গলের গল্প। যেখানে আটকা পড়েন মিথিলা। আর বনদস্যু হলেন নায়ক নিরব। নিরবের মতে, ‘মানুষের ভিড়ে, মানুষের বেশে ঘাপটি মেরে বসে থাকে কিছু অমানুষ। তাদের নিয়ে ছবির গল্প।’

মিথিলা বলেন, ‘গল্পটা ভালো। মানে আলাদা বিষয় আছে। নিরবের লুকটা আলাদা, চোখে লাগার মতো। দর্শকরা সিনেমা হলে আমাদের দেখতে এলে খুশি হবো।’

ট্রেলারে যেটুকু আভাস মিলেছে, তাতে উঠে আসে মিথিলাকে অপহরণ করে একদল বনদস্যু। তাদের একজন নিরব। পরবর্তী সময়ে তাকে নিয়েই পালিয়ে যান তিনি। কয়েকটি গ্রুপের দ্বন্দ্বও পাওয়া যায়।

২০২১ সালের ১ এপ্রিল বান্দরবানে ‘অমানুষ’-এর শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে আগস্টের মাঝামাঝিতে শুটিং সম্পন্ন হয় ঢাকায়।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares