Select Page

একসঙ্গে অভিনয় করতে চান না তারা

একসঙ্গে অভিনয় করতে চান না তারা

গত বছরের জানুয়ারিতে শুটিং শুরু হয়েছিল কালাম কায়সারের ‘মা’-এর। শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস ও নতুন একজন নায়িকাকে চুক্তিবদ্ধ করেন তিনি। কিছুদিন পর নতুন নায়িকাকে বাদ দিয়ে বুবলিকে নেন।

এরপরই অপু বিশ্বাস আড়াল হন। থেমে যায় ছবির কাজ। শেষ পর্যন্ত অপুর খোঁজ পেয়েছেন পরিচালক। শুটিং শুরু করার পরিকল্পনাও করেছেন। কিন্তু এর মধ্যে অন্য ঝামেলা দেখা দিয়েছে।

অপু কিংবা বুবলি—কেউ একসঙ্গে কাজ করতে চান না। ফলে বাধ্য হয়ে অপুকে রেখে বুবলির জায়গায় নতুন নায়িকা খুঁজছেন কালাম। ১৫ এপ্রিল থেকে শুটিং শুরু করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন।

পরিচালক বলেন, ‘অপুকে রাখতে হচ্ছে ছবির স্বার্থে। গত বছরই তাকে নিয়ে ৩০ শতাংশ কাজ শেষ করেছি। এখন তাকে বাদ দিলে প্রযোজকের ক্ষতি হবে। অবশ্য চেষ্টা করেছিলাম বুবলিকে ছবিতে রাখতে। কিন্তু মান-অভিমানের কারণে সেটা আর হলো না। এবার যদি পরিকল্পনা অনুযায়ী শুটিং করতে পারি তাহলে ছবিটি রোজার ঈদে মুক্তি দেব।’

খবর : কালের কণ্ঠ


মন্তব্য করুন