Select Page

একসঙ্গে পাঁচ ছবিতে ওমর সানী-মৌসুমী

একসঙ্গে পাঁচ ছবিতে ওমর সানী-মৌসুমী

সর্বশেষ ‘হারজিৎ’ সিনেমার জন্য একসঙ্গে সিনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ওমর সানীমৌসুমী। কিন্তু বছরখানেক ধরে অসমাপ্ত সিনেমাটির কোনো খবর নেই। এবার একসঙ্গে পাঁচ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এ পর্দা ও বাস্তবের জুটি।

পাঁচটি ছবির মধ্যে তিনটি ছবির নাম চূড়ান্ত হয়েছে ইতোমধ্যে। নামগুলো হচ্ছে ‌মামলা হামলা ঝামেলা, কেউ কথা রাখে না ও আমি নেতা হবো। এসব ছবিতে আরো আছেন শাকিব খান। বাকি দুটি ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।

ওমর সানী সংবাদের সত্যতা জানিয়ে বলেন, ‘আমি নেতা হবো’ ছবিতে আমি-মৌসুমী দুজনেই চুক্তিবদ্ধ হয়েছি, সাইনিং মানিও নিয়েছি। বাকি নাম চূড়ান্ত হওয়া ছবিগুলোতে এখনো চুক্তিবদ্ধ হইনি। তবে সেগুলোতেও চুক্তিবদ্ধ হতে যাচ্ছি।

উত্তম আকাশ ছবিগুলো পরিচালনা করবেন। এখন তিনি রয়েছেন কানাডা, দেশে ফিরবেন আগামী ২০ জুলাই। তিনি দেশে ফিরলেই বাকি দুটো ছবির নাম ঠিক হবে। আর ছবিগুলো নির্মিত হবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে।

ওমর সানি বলেন, ‘উত্তম আকাশ এমন একজন মানুষ যার কথা আমি অন্ধের মত বিশ্বাস করি। তার ছবিতে কাজ করছি এটা ভালো লাগছে। ’


মন্তব্য করুন