Select Page

একাধিক জাতীয় পুরস্কারজয়ী চিত্রগ্রাহক আখতার হোসেন মারা গেছেন

একাধিক জাতীয় পুরস্কারজয়ী চিত্রগ্রাহক আখতার হোসেন মারা গেছেন

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আখতার হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার বিকেল সোয়া ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর।

খবরটি নিশ্চিত করেছেন সাংবাদিক আজাদ আবুল কাশেম। তিনি জানান, কয়েক দিন আগে আশুলিয়ায় নিজ বাসায় ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হয়ে পরলে আখতার হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

সোমবার রাতে জানাজা শেষে আখতার হোসেনকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

১৯৪৬ সালের ৩০ আগস্ট কুমিল্লার কাদিরখালিতে আখতার হোসেনের জন্ম। নায়ক রহমান পরিচালিত ‘মিলন’-এর সহকারী চিত্রগ্রাহক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি।

জহির রায়হানের অসমাপ্ত ‘লেট দেয়ার বি লাইট’ চলচ্চিত্রের চিত্রগ্রহণের সঙ্গেও জড়িত ছিলেন আখতার হোসেন।

চাবুক, কার হাসি কে হাসে, বাঘা বাঙালি, অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী, আকাঙ্ক্ষা, নোলক, বসুন্ধরা, রেশমি চুড়ি, নাগীন, মাসুদ, ঈদ মোবারক, নতুন পৃথিবী, মৎসকুমারী, আগুনের পরশমণি, এখনো অনেক রাত, হঠাৎ বৃষ্টি, নাচোলের রানীসহ বিখ্যাত অনেক ছবিতে কাজ করেছেন আখতার হোসেন।

তিনি বেশ কিছু টেলিভিশনের নাটক ও বিজ্ঞাপনের চিত্রগ্রহণ করেছেন।

একাধিকবার শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আখতার হোসেন।


মন্তব্য করুন