Select Page

একুশে পদকের জন্য মনোনীত হুমায়ূন ফরীদি ও ইলিয়াস কাঞ্চন

একুশে পদকের জন্য মনোনীত হুমায়ূন ফরীদি ও ইলিয়াস কাঞ্চন

বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় একুশে পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। তালিকায় রয়েছেন বাংলা চলচ্চিত্রের দুই গুণী ব্যক্তিত্ব হুমায়ূন ফরীদি ও ইলিয়াস কাঞ্চন।

অভিনয়ের জন্য মরণোত্তর পদক পাচ্ছেন হুমায়ূন ফরীদি (হুমায়ূন কামরুল ইসলাম)। অন্যদিকে সমাজসেবায় এবার সম্মানজনক এই পদক পাচ্ছেন নিরাপদ সড়কের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা ইলিয়াস কাঞ্চন।

সংগীতে পদক পাচ্ছেন শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, মো. খুরশীদ আলম ও মতিউল হক খান।

নৃত্যে মীনু হক, নাটকে নিখিল সেন (নিখিল কুমার সেনগুপ্ত]), চারুকলায় কালিদাস কর্মকার এবং আলোকচিতে গোলাম মুস্তাফা এবার একুশে পদক পাচ্ছেন।

ভাষা আন্দোলনে প্রয়াত আ জ ম তকীয়ুল্লাহর সঙ্গে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম।

সাংবাদিকতায় রণেশ মৈত্র, গবেষণায় প্রয়াত ভাষাসৈনিক অধ্যাপক জুলেখা হক, অর্থনীতিতে মইনুল ইসলাম, ভাষা ও সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী পদকের জন্য মনোনীত হয়েছেন।

 


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares