Select Page

একুশে পদকের পর সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা

একুশে পদকের পর সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা

কয়েকদিন আগে ঘোষিত একুশে পদকের তালিকায় ছিল সুবর্ণা মুস্তাফার নাম। এবার একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য মনোনীত হয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

শুক্রবার রাত সোয়া দশটার দিকে গণভবন থেকে ৪১জন সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তালিকায় ২২ নম্বরে ঢাকা থেকে সুবর্ণা মুস্তাফার নাম দেখা যায়।

একুশে পদক প্রাপ্তির পর এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মনোনীত হওয়ায় সোশাল মিডিয়াতে অভিনয় জগতের সহকর্মীরা তাঁকে উষ্ণ অভিনন্দন জানাতে শুরু করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৫ জানুয়ারি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে আবেদনপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। চারদিনে মনোনয়নপত্র বিক্রি হয় ১৫১০টি। এরমধ্যে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বেশ কয়েকজন ছোট ও বড় পর্দার তারকা অভিনেত্রী।


মন্তব্য করুন