Select Page

এক গানে ৫ গুণীজনের সঙ্গে জলি (ভিডিও)

এক গানে ৫ গুণীজনের সঙ্গে জলি (ভিডিও)

‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমার সদ্য রিলিজ হওয়া গানটির শিরোনাম ‘আমার মাথায় যত চুল’। এ গানে একঝাঁক গুণীজনের সঙ্গ পেয়েছেন জলি।

গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটি সুর করেছেন ইমন সাহা, কণ্ঠ দিয়েছেন অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু। চমৎকার কথা, সুর ও গায়কীতে গানটি হৃদয়স্পর্শ করে সহজে। এছাড়া গানটিতে আরো দেখা দেন রাইসুল ইসলাম আসাদ ও মামুনুর রশীদ। গানের রেকর্ডিং দৃশ্যে দেখা যায় সিনেমাটির নির্মাতা নাদের চৌধুরীকে।

ইমদাদুল হক মিলনের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘মেয়েটি এখন কোথায় যাবে’। সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। তবে সিনেমা হলে রিলিজের ঘোষণা এখনো আসেনি।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares