Select Page

এক ছবিতে বছর শেষ

এক ছবিতে বছর শেষ

image_1371_380340জনপ্রিয় নায়িকা পপি অনেকদিন ধরে পর্দায় নেই। বর্তমানে ছবিও করছেন কম। কিছু ছবির কাজ অনিশ্চিত হয়ে আছে। এই বছরে মাত্র একটি ছবিতে কাজ করেছেন। জাকির খানের পরিচালনায় ‘চার অক্ষরের ভালোবাসা’। এই ছবি নিয়ে খেটেছেনও খুব।

পপির বিপরীতে অভিনয় করছেন দুই প্রজম্মের দুই তারকা- ফেরদৌস ও  নিরব। হাতে নতুন কোনো কাজ না থাকায় রোমান্টিক এ ছবির পেছনে দারুণ খাটছেন পপি। ক্যামেরার সামনে যতক্ষণ অভিনয়টা মনের মতো হচ্ছে না, ততক্ষণই চেষ্টা করে যাচ্ছেন তিনি।

এই ছবির কাজ নিয়ে পপি বলেন, ‘সব ছবিতে মনোযোগ দিয়ে কাজ করাটা সম্ভব হয় না। চরিত্র, গল্প, পরিচালক- সবই যদি মনের মতো হয়, তাহলে অবশ্যই একজন শিল্পী তাঁর সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এ সেরাটা দেওয়ার জন্য এক বছর কেন, প্রয়োজনে আরো সময় দেওয়া যায়।’

সূত্র: কালের কন্ঠ

 

 


মন্তব্য করুন