Select Page

এক দশক পর জাহিদ-সূবর্ণা

এক দশক পর জাহিদ-সূবর্ণা

zahid-suborna-nirshobdo

মাঝখানে ১০ বছর একসঙ্গে দেখা যায়নি তাদের। বেশ কিছু প্রস্তাব পেলেও সময় ও সুযোগের অভাবে ফিরিয়ে দেন। অবশেষে নির্মাতা বদরুল আনাম সৌদ আবার একসঙ্গে করেছেন জাহিদ হাসানসুর্বণা মুস্তাফাকে।

সৌদের নতুন টেলিছবি ‘নিঃশব্দ’তে দেখা যাবে এই জুটিকে। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। নাটকটি শিগগিরই চ্যানেল আইতে প্রচার করা হবে বলে জানান পরিচালক।

নাটকটির প্রকাশিত স্টিল থেকে বোঝা যাচ্ছে সূবর্ণা-জাহিদকে একটু ভিন্নভাবেই পাবেন দর্শক।

এদিকে সম্প্রতি নতুন দুই সিনেমায় যোগ হয়েছেন জনপ্রিয় এ দুই তারকা। জাহিদকে দেখা যাবে তৌকীর আহমেদের ‘হালদা’য়। সূবর্ণাকে দেখা যাবে সৌদের প্রথম সিনেমা ‘গহীন বালুচর’।


মন্তব্য করুন