Select Page

‘বসগিরি’ নিয়ে খোকন কী বললেন

‘বসগিরি’ নিয়ে খোকন কী বললেন

bodiul-alam-khokan

“ছবির গ্রহণযোগ্যতা আরো বাড়ত, যদি গত বছরের হিট ছবি ‘লাভ ম্যারেজ’-এর ছায়া না থাকত! পরিচালক জেনেশুনে করেছেন কি না জানি না, শাকিবের সংলাপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকখানিই ‘লাভ ম্যারেজ’-এর সঙ্গে মিলে যায়।”

কালের কণ্ঠের জন্য লেখা ঈদ সিনেমার সংক্ষিপ্ত রিভিউতে ‘বসগিরি‘তে কথাগুলো বলেন ঢালিউডের ব্যবসাসফল নির্মাতা বদিউল আলম খোকন

bossgiri-shakib

তিনি লেখেন— রনির ‘মেন্টাল’ ছবি দেখে হতাশ হয়েছিলাম। তবে অনেককে বলেছিলাম, পরের ছবিতে সে ঘুরে দাঁড়াবে। হয়েছেও   তা-ই। ঈদের তিন ছবির প্রথম অবস্থান ‘বসগিরি’র। ছবির গল্প ঢাকাই ছেলেকে নিয়ে। সে সত্যের জন্য লড়ে। দুর্নীতিবাজদের কাছ থেকে অর্থ নিয়ে গরিবদের পাশে দাঁড়ায়। একসময় বুবলির প্রেমে পড়ে মাস্তান ছেলেটা সহজ-সরল হয়ে যায়। গল্পটা সাদামাটা। তবে কমেডি ছবিটিকে টেনে নিয়ে গেছে। গান ভালো। লোকেশন চোখে লেগেছে। ছবির গ্রহণযোগ্যতা আরো বাড়ত, যদি গত বছরের হিট ছবি ‘লাভ ম্যারেজ’-এর ছায়া না থাকত! পরিচালক জেনেশুনে করেছেন কি না জানি না, শাকিবের সংলাপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকখানিই ‘লাভ ম্যারেজ’-এর সঙ্গে মিলে যায়। বুবলি নতুন হিসেবে বেশ ভালো করেছেন। মনোযোগ থাকলে তাঁর ভবিষ্যৎ ভালো। রনি এখনো নতুন। তাঁর ভুল ধরা উচিত নয়, বরং তাঁকে উৎসাহ দেওয়াটাই উচিত বলে মনে করি। রনির ভালো যে দিকগুলো তাঁর মধ্যে অন্যতম টিম ম্যানেজমেন্ট। তাঁর টিমের সবাই তরুণ। চেষ্টা করেছে ভালো ছবি উপহার দেওয়ার। সফলও হয়েছে তারা।


মন্তব্য করুন