Select Page

এক দিনে ভিন্ন ভিন্ন স্বাদের তিন ছবি

এক দিনে ভিন্ন ভিন্ন স্বাদের তিন ছবি

সর্বশেষ ২০২০ সালের ৬ মার্চ এক দিনে মুক্তি পেয়েছিল ‘শাহেনশাহ’, ‘হলুদবনি’ ও ‘চল যাই’। দুই বছর পর আবার ১১ মার্চ তিনটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। আর ছবির ধরনের রয়েছে বৈচিত্র্য। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা থেকে আছেন একদম নবাগত। কালের কণ্ঠ অবলম্বনে জানুন সেই খবর।

এ দিন পর্দায় আসছে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’, রুবাইয়াত হোসেনের ‘শিমু’ ও নাসিরা জাহান অনন্যার ‘অগ্নিবীণা’।

হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে ‘গুনিন’ নির্মাণ করেছেন সেলিম। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, পরীমনি, শরিফুল রাজ, ইরেশ যাকের প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল হিসেবে নির্মিত ছবিটির পরিচালক বলেন, ‘আমরা প্রথম সপ্তাহে ঢাকার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের আলমাসে মুক্তি দেব। পরের সপ্তাহ থেকে সারা দেশে ছবিটি মুক্তি পাবে।’

রুবাইয়াত হোসেনের ‘শিমু’তে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, শাহানা গোস্বামী, দীপান্বিতা মার্টিন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে ছবিটিতে। ২০১৯ সালে টরন্টোতে প্রথম ছবিটি প্রদর্শিত হয়েছিল ‘মেড ইন বাংলাদেশ’ নামে। পরে লন্ডন চলচ্চিত্র উৎসব, লোকার্নো চলচ্চিত্র উৎসবসহ বিদেশে বাণিজ্যিকভাবেও ছবিটি প্রদর্শিত হয়েছে। প্রযোজনা করেছে খনা টকিজ।

নতুন পরিচালক নাসিরা জাহান অনন্যার ‘অগ্নিবীণা’ ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার ঋতুপর্ণা সেনগুপ্ত। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শামীম আহমেদ রনী। শুটিং হয়েছে কলকাতায়। পরিচালক অনন্যা বলেন, ‘এটা আমার প্রথম ছবি। খুব যত্ন নিয়ে নির্মাণ করেছি। ঋতু দিদি আমার প্রিয় অভিনেত্রী। প্রথম ছবিতে তাঁকে পেয়ে ভালো লেগেছে। ’ প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া এরই মধ্যে ’অগ্নিবীণা’র জন্য ২০টি হল বুকিং করেছে বলে জানান ব্যবস্থাপক বাদল রহমান।


মন্তব্য করুন