Select Page

এক সপ্তাহ আগে ‘গ্যাংস্টার রিটার্নস’

এক সপ্তাহ আগে ‘গ্যাংস্টার রিটার্নস’

Tumi-Aj-Hat-Dhoro

শোনা গিয়েছিল, ৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘গ্যাংস্টার রিটার্নস’। সে অনুসারেই চলছিল প্রচারণা। কিন্তু এক সপ্তাহ আগে ২৭ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। গণমাধ্যমকে এমনটাই জানালেন ‘গ্যাংস্টার রিটার্নস’র প্রযোজক শারমিনা নাসরিন।

সিনেমাটিতে অভিনয় করেছেন অপূর্ব, পিয়া ও শম্পা। এ প্রথম টিভি নাটকের অভিনেতা অপূর্ব এবার বড়পর্দায় আসছেন। ছবিতে তাকে গ্যাংস্টার হিসেবে দেখানো হবে।

ছবিটির কাহিনীর শুরুতে দেখা যাবে, অপূর্ব সাধারণ এক পরিবারের খুবই সাধারণ ছেলে। দুর্ঘটনায় বাবার মৃত্যুর পর গল্প ঘুরে চলে যায় অন্ধকার জগতে। তিনি হয়ে ওঠেন গ্যাংস্টার।

ইতোমধ্যে সিনেমাটির গান ও ট্রেলার প্রকাশ হয়েছে। পেয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া।

‌‘গ্যাংস্টার রিটার্নস’ পরিচালনা করেছেন আশিকুর রহমান


১ টি মন্তব্য

মন্তব্য করুন