Select Page

এক সিনেমায় মিম, পরী মনি ও ভাবনা

এক সিনেমায় মিম, পরী মনি ও ভাবনা

 

unnamed

‘রক’ নামের একটি সিনেমা পরিচালনা করছেন শফিক হাসান। শিগগরিই ছবিটির শুটিং শুরু হবে। এ সিনেমার নামক হচ্ছেন ইন্ডিয়ার নায়ক অরিন্দম রায়। আর নায়িকা চরিত্রে থাকছেন ঢাকার তিন সুন্দরী— বিদ্যা সিনহা মিম, পরী মনি ও ভাবনা। আরো অভিনয় করবেন দিতি, শিমুল খান, ডি জে সোহেল ও আলীরাজ।

তবে ‘রক’ এক গল্প সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ফলে এ তিন নায়িকা কী অরন্দিমের বিপরীতে অভিনয় করছেন কিনা স্পষ্ট নয়। এটাও শোনা যাচ্ছে, এ সিনেমায় একাধিক নায়ক থাকবে। তবে চমক হিসেবে জানানো হচ্ছে না।

সর্বশেষ খবরে জানা গেছে, এ সিনেমার শুটিংয়ের জন্য মিম যাচ্ছেন চীন সফরে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাচীরের এ প্রাচীন ভূমিতে শুটিংয়ের ডেট ফেলেছেন পরিচালক। এরইমধ্যে ছবির পরিচালক সবকিছু গুছিয়ে এনেছেন। আগামী ১৯ জুন শুটিং করতে ঢাকা ছাড়বেন মিম। এই মুহূর্তে ছবির গান নিয়ে ব্যস্ত আছেন তিনি। তবে গানের রেকর্ডিং পেছালে শুটিংও পেছাতে পারে।

সূত্র : ঢালিউড২৪ ও যুগান্তর।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?

Shares