Select Page

এখন পর্যন্ত ৩ কোটি টাকার তহবিল জোগাড় নুহাশের

এখন পর্যন্ত ৩ কোটি টাকার তহবিল জোগাড় নুহাশের

যুক্তরাষ্ট্রের সিনক্রাফ্ট ফিল্ম ফান্ড জিতেছে নুহাশ হুমায়ূনের ‘মুভিং বাংলাদেশ’। ৩০ মার্চ ঘোষিত পুরস্কারটিসহ মোট ফান্ডের পরিমাণ প্রায় তিন কোটি টাকা হলো। এ খবর নিশ্চিত করেছে ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান গুপী-বাঘা প্রডাকশন।

একই ছবি এর আগে ২০২১ সালে তাইওয়ান সরকারের কাছ থেকে সাড়ে ৭৬ লাখ টাকার ফান্ড পেয়েছিল। এছাড়া টোকিও গ্র্যান্ট ফাইন্যান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকে নির্মাণে নানা সহযোগিতা পেয়েছে ছবিটি।

সিনক্রাফটের ওয়েবসাইট থেকে জানা যায়, চলচ্চিত্রটি গ্রান্ড প্রাইজ জেতায় নুহাশ সুযোগ পাবেন আমেরিকার বিখ্যাত নির্মাতা-অভিনেতা মার্ক ডেভিড ডুপ্লাসের মেন্টরিংয়ে কাজ শেখার সুযোগ।

মার্ক একাধারে অভিনেতা, নির্মাতা ও আমেরিকার খ্যাতনামা প্রযোজক। তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে আছে- ‘দ্য পাফি চেয়ার, আনক্রেডিটেড, ব্যাগহেড, সাইরাস, জেফ- হুল লিভস অ্যাট হোম, পেন্টাথলন, টেবিল-১৯।

সিনেমাটির প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘সিনক্রাফ্ট ফান্ডের পরিমাণ খুব বেশি নয়। তবে এটি অত্যন্ত সম্মানের। সিনক্রাফ্ট ফান্ড ছবি নির্মাণে সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সাড়ে ২৫ লাখ টাকা দিচ্ছে। সবমিলিয়ে এখন পর্যন্ত আমরা প্রায় তিন কোটি টাকার ফান্ড জিতেছি।’

সিনেমাটির নির্মাতা নুহাশ জানান, ফিল্মটির কাজ এখনও শেষ হয়নি। আগের কাজ, এই সিনেমার চিত্রনাট্য দেখে ফান্ড এবং নির্মাণের সুযোগ-সুবিধা আসছে।

সূত্র: বাংলা ট্রিবিউন


মন্তব্য করুন