Select Page

এগিয়ে ববি, তারপর মাহি-পরী-মিম, চমক পূজা চেরি

এগিয়ে ববি, তারপর মাহি-পরী-মিম, চমক পূজা চেরি

২০১৭ সালে ঢালিউডের নিয়মিত নায়িকাদের অনেকগুলো ছবি মুক্তি পেলেও আলোচনায় ছিলেন টিভি পর্দার নুসরাত ইমরোজ তিশা। দুই ছবি ডুব ও হালদা দিয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছেন।

সমসাময়িক ঢালিউডে সিনেমা বেশির ভাগ ক্ষেত্রে নায়ককেন্দ্রিক হয়ে গেছে। নায়িকাদের করার তেমন কিছু থাকে না। সেক্ষেত্রে ব্যতিক্রম ছিল তিশার দুই সিনেমা। আরো ছিল খাঁচা (জয়া আহসান) ও মেয়েটি এখন কোথায় যাবে (জলি)।

এই তো গেল আগের বছরের কথা। নায়িকাদের নিয়ে গল্প আবর্তিত হওয়া ও অন্যান্য বিবেচনায় দেখা যাক কে এগিয়ে থাকেন ২০১৮ সালে।

নিঃসন্দেহে এ দৌড়ে এগিয়ে থাকবেন ববি। এ বছর থাকছে তার তিন বড় রিলিজ ‘বিজলি’, ‘নোলক’ ও ‘বেপরোয়া’। সুপারহিরোইন কেন্দ্রিক ‘বিজলি’তে প্রাধান্য পাচ্ছেন ববি— চোখ বন্ধ করে বলা যায়। ‘নোলক’-এর নায়ক শাকিব হলেও ফার্স্টলুকেই উত্তাপ ছড়িয়েছেন নায়িকা। অন্যদিকে দুই ছবির নায়ক রোশানের বিপরীতে আছে ‘বেপরোয়া’, আর সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

জাজ থেকে সরে পড়ার পর মাহির ক্যারিয়ারে খুব বেশি আলো পড়েনি। হালে ‘ঢাকা অ্যাটাক’ ব্লকবাস্টার হলেও ক্রেডিট চলে গেছে নায়ক ও ভিলেনের কাছে। তারপরও ইতিহাসনির্মাণ করা সিনেমা বলে কথা!

বর্তমানে নায়িকাকেন্দ্রিক সিনেমাকে প্রাধান্য দিচ্ছেন মাহি। তা সত্ত্বেও কথা থেকে যায়। সিনেমা বাছাইয়ে কথাটা বুদ্ধির পরিচয় দিচ্ছেন তিনি। চলতি বছরে ‘জান্নাত’ ও ‘মনে রেখো’ দিয়ে আলোচনায় থাকবেন।

ক্যারিয়ারের অনেকটা সময় পেরিয়ে এলেও এক ‘অন্তর জ্বালা’ ছাড়া কোথাও সুঅভিনয়ের পরিচয় দিতে পারেননি পরী মনি। এ বছর মুক্তি পাবে গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা ‘স্বপ্নজাল’। এ সিনেমা হতে পারে পরীর জন্য টার্নিং পয়েন্ট। এছাড়া মালেক আফসারীর সিনেমায় আবার অভিনয় করতে যাচ্ছেন নায়িকা।

দুটি সিনেমা মুক্তি পাবে বিদ্যা সিনহা মিমের। পাষাণ ও আমি নেতা হবো। প্রথমটি সৈকত নাসিরের সিনেমা, বিপরীতে ওম। দ্বিতীয়টি পরিচালনা করেছেন উত্তম আকাশ ও নায়ক শাকিব খান। এছাড়া আসতে পারে ‘দাগ’। ছবি মুক্তি পেলে বোঝা যাবে কতটা কী করেছেন মিম।

তবে এ বছর আলোচনার পাদপ্রদীপে থাকবেন নবাগত পূজা চেরি। তার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে— নূর জাহান ও পোড়ামন ২। ছবি দুটি নিয়ে উতোমধ্যে চর্চা শুরু হয়ে গেছে। দেখা যাক পায়ের নিচে শক্ত মাটি পান কি-না পূজা।

শবনম বুবলির নাম তো নিতেই হয়। মুক্তি পেতে পারে তার ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’। মূলত শাকিব নির্ভর নায়িকা হওয়ায় তার স্টার পাওয়ার ততটা জোরালো নয়। হাতে আছে শাকিবের বিপরীতে আরো কয়েকটি সিনেমা।

এছাড়া ‘দেবী’র জন্য জয়া আহসান, ‘শনিবার বিকেল’-এর তিশা বা ‘ভালো থেকো’র তানহা তাসনিয়া’সহ আরো অনেকেই পর্দায় আলো ছড়াবেন। আর বছর শেষে নির্ধারিত হবে কে সেরা।


মন্তব্য করুন