Select Page

এটা মোটেও ঠিক হলো না : শাকিব

এটা মোটেও ঠিক হলো না : শাকিব

নায়ক শাকিব খান ও পরিচালক রাশেদ রাহাকে না জানিয়ে ‘নোলক’ সিনেমার পরিচালক পরিবর্তন করেছেন প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী সনেট।

এ নিয়ে পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ও বাংলাদেশ প্রযোজক-পরিবেশক সমিতিতে প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী সনেটের বিরুদ্ধে দু’টি ভিন্ন লিখিত অভিযোগ করেছেন রাশেদ রাহা।

জানা গেছে ৮৫ ভাগ সম্পন্ন হওয়া ছবির ১৫ ভাগ শুটিং করা হচ্ছে পরিচালক ইফতেখার চৌধুরী দ্বারা।

আর পুরো বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন শাকিব। তিনি বর্তমানে আছেন গাজীপুরের সখিপুর আনসার ক্যাস্পে। সেখানে তিনি ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং করছেন।

শাকিব বলেন, এতকিছু ঘটে গেল আমি কিছুই জানি না। শুটিং শেষ দিকে এসে কীভাবে পরিচালক বদলে যায় আমি নিজেও বুঝলাম না। এটা মোটেও ঠিক হলো না।

আরো বলেন, রাশেদ রাহা নতুন একটা ছেলে, বয়সেও তরুণ। প্রযোজক ইচ্ছে করলে পরিচালক পরিবর্তন করতে পারেন। তবে এক্ষেত্রে রাশেদ রাহার কাছ থেকে অনুমতি নেওয়া উচিত ছিল। ইফতেখার চৌধুরী বয়সে রাহার চেয়ে অনেক বড়। কাজের ক্ষেত্রেও সিনিয়র। শেষ সময়ে এসে এটা মোটেও কাম্য নয়।


মন্তব্য করুন