Select Page

এফডিসিতে ‘জসিম উৎসব’ ১৩ ডিসেম্বর

এফডিসিতে ‘জসিম উৎসব’ ১৩ ডিসেম্বর

jashimবাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জসিম। প্রায় ৩০০ ছবির নায়ক জসিমের নামে প্রতিষ্ঠিত ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’র ১ম বর্ষ পূর্তি হতে যাচ্ছে।

এ উপলক্ষে ১৩ ডিসেম্বর বিকাল ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) প্রয়াত চিত্রনায়ক জসিম উৎসব-২০১৬ উদযাপন হতে যাচ্ছে।

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিবর্গ, সাংবাদিক, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বিশিষ্ট প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, মডেলসহ অন্য কণ্ঠশিল্পীরা এই উৎসবে বাংলাদেশ চলচ্চিত্রে ও দেশের জন্য বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিমের অবদান নিয়ে আলোচনা করবেন।

এছাড়া উৎসবে সম্মাননা প্রদান ও নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, মডেলদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

ওই উৎসব বিষয়ে বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল রানা বলেন, এ বছর থেকে প্রতি বছর বিজয়ের মাস ডিসেম্বরে বিএফডিসিতে ব্যাপক আকারে চিত্রনায়ক জসিম উৎসব উদযাপন করা হবে।

দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’-এ খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে জসিমের চলচ্চিত্র জীবন শুরু হয়। পরবর্তীতে দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘সবুজ সাথী’ চলচ্চিত্রে নায়ক চরিত্রে অভিষেক হয়। জসিম অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে— রংবাজ, রাজ দুলারী,  তুফান, জবাব, নাগ নাগিনী, বদলা, বারুদ, কসাই, লালু মাস্তান, নবাবজাদা, অভিযান, কালিয়া, বাংলার নায়ক, গরীবের ওস্তাদ, ভাইবোন, মেয়েরাও মানুষ, পরিবার,  বুকের ধন, স্বামী কেন আসামি, লাল গোলাপ, দাগী, টাইগার, হাবিলদার ও ভালোবাসার ঘর।


মন্তব্য করুন