Select Page

এফডিসি ঘুরে গেলেন আনোয়ার হোসেন

এফডিসি ঘুরে গেলেন আনোয়ার হোসেন

59112_e5‘নবাব সিরাজদৌলা’খ্যাত অভিনেতা আনোয়ার হোসেন তার দীর্ঘদিনের  কর্মস্থল এফডিসিতে ঘুরে গেলেন গতকাল দুপুরে।

সিনিয়র শিল্পীদের সংগঠন ‘বন্ধন’-এর প্রতিষ্ঠাতা অভি মঈনুদ্দীনের উদ্যোগে এবং আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীর সার্বিক সহযোগিতায়  এফডিসি কর্মস্থলে ঘুরে বেড়ান।

এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী নাসিমা আনোয়ার, চিত্রনায়িকা সুচন্দা, বরেণ্য অভিনেত্রী মীরানা জামানসহ চলচ্চিত্র পরিচালক, অভিনেতাসহ আরও অনেকে।

স্মরণীয় মুহূর্তটি দুপুর ১২-৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চ্যানেল আইতে সরাসরি প্রচার হয়।

এ সময় আনোয়ার হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করেন মীরানা জামান, সুচন্দা, দেলোয়ার জাহান ঝন্টু, মিশা সওদাগর, আবদুল লতিফ বাচ্চু, আবু মুসা দেবুসহ অনেকে।

আনোয়ার হোসেন অভিনীত ছবি ‘নবাব সিরাজউদ্দৌলার সংলাপ উপস্থাপন করেন চিত্রনায়ক সুব্রত।

আনোয়ার হোসেন চেষ্টা করেছেন এফডিসি নিয়ে স্মৃতিচারণ করতে। কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলেননি তিনি।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন