Select Page

এবার ‘আব্বাস’

এবার ‘আব্বাস’

‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ নামের সিনেমা দিয়ে প্রথম নজর কাড়েন নির্মাতা সাইফ চন্দন। এরপর নির্মাণ করেন ‘টার্গেট’। দ্বিতীয় ছবিটি মুক্তির আগেই নতুন ছবির ঘোষণা দিলেন। নাম রেখেছেন ‘আব্বাস’।

ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবির নাম তালিকাভূক্ত হয়েছে।

‘আব্বাস’-এর গল্প প্রসঙ্গে সাইফ বলছিলেন, ‘আব্বাস নামের একটি ছেলের জীবন যাপন ও প্রেম-ভালোবাসার গল্প নিয়ে ছবিটির গল্প গড়ে উঠেছে। বাংলাদেশের পুরান ঢাকা, চাঁদপুর এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগস্টের মাঝামাঝিতে শুটিং শুরু করব। এর আগে নায়ক-নায়িকা ও অন্যান্য অভিনয়শিল্পীর নাম সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করব।’

বর্তমানে ছবির গান রেকর্ডিং কাজ চলছে বলে জানান সাইফ চন্দন।

তিনি আরো জানান, শিগগিরই ‘বাজিকর’ নামের আরেকটি ছবি শুরু করবেন।


মন্তব্য করুন