Select Page

এবার ‘কামরূপ কামাখ্যা’

এবার ‘কামরূপ কামাখ্যা’

‘ফাগুন হাওয়ায়’ এর পর আনুষ্ঠানিকভাবে কোনো সিনেমায় যুক্ত হননি সিয়াম আহমেদ। মাঝে দীপংকর দীপনের একটি ছবির কথা শোনা গেলেও পরে অগ্রগতি হয়নি। বর্তমানে হাতে রয়েছে বেশকিছু সিনেমার প্রস্তাব। তার মধ্যে চূড়ান্ত হয়েছে রায়হান রাফির ‘স্বপ্নবাজি’-তে কাজ করা। এবার জানা গেল,  ‘কামরূপ কামাখ্যা’ নামের সিনেমাতে কাজ করতে যাচ্ছেন সিয়াম।

সিনেমাটির পরিচালক ও প্রযোজক হাসান ইমাম। ২০০৫ সালে মুক্তি পাওয়া হুমায়ূন ফরীদি ও মৌসুমী অভিনীত ‘মাতৃত্ব’ সিনেমার প্রযোজক ছিলেন তিনি। বর্তমানে ভারতের মুম্বাইয়ে রয়েছেন। সেখান থেকে একাধিক গণমাধ্যমকে নিশ্চিত করলেন সিনেমা ও নায়কের নাম।

একজন বাবা ও ছেলের গল্পে নির্মিত হবে ছবিটি। সেখানে দেখা যাবে বাবা অনেক বছর ধরে নিখোঁজ। যার সন্ধানে ছেলে। পরিচালক বললেন, বিস্তারিত জানাবেন সিনেমাতে।

তিনি বলেন, ‘একটি অন্যরকম আবেগের গল্পে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। শিল্পী নির্বাচন এখনো শেষ হয়নি। তবে নায়ক হিসেবে সিয়ামকে দেখা যাবে এই ছবিতে। দুই মাস আগে তার সঙ্গে আলাপ চূড়ান্ত হয়েছে। বাকীদের নামও শিগগিরই প্রকাশ করা হবে।’

সিয়াম বললেন, ‘ছবির গল্পটি ভালো লেগেছে। তবে কাজের ব্যাপারে চূড়ান্ত হয়নি এখনো। মৌখিক আলাপ করেছি। শুটিং কবে সেটা নিদিষ্ট হয়নি। সবকিছু চূড়ান্ত হলে জানাতে পারবো।’

পরিচালক আরও জানান, সিনেমার শুটিং মে মাস থেকে শুরু করতে চেয়েছিলেন। তবে বর্ষাকালের জন্য পেছাতে হবে। সবকিছু ঠিক থাকলে আসছে সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে ‘কামরূপ কামাখ্যা’র শুটিং।


মন্তব্য করুন