Select Page

এবার তিনি বাংলার ভাবি

এবার তিনি বাংলার ভাবি

‘বিদ্রোহী বধূ’র পর হয়েছিলেন ‘বাংলার বউ’। এবার ‘বাংলার ভাবি’ হতে যাচ্ছেন মৌসুমী। সিনেমাটির পরিচালক উত্তম আকাশ জানালেন, পাণ্ডুলিপিও হাতে পেয়ে গেছেন মৌসুমী। ২৫ নভেম্বর থেকে শুটিং।খবর কালের কণ্ঠ।

মৌসুমী বলেন, ‘গল্পটা খুবই ভালো, আমাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। সংসারে একজন বাঙালি নারীকে কত কত ত্যাগ স্বীকার করতে হয়, নিজের চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে পরিবারের সদস্যদের কথা ভাবতে হয়—এসব নিয়েই গল্প। পাশাপাশি দেখা যাবে একজন গৃহবধূ চাইলে দেশনেত্রীও হতে পারেন। ’

‘বাংলার ভাবি’তে মৌসুমী ছাড়াও অভিনয় করবেন ওমর সানী, মিশা সওদাগর, সাদেক বাচ্চু প্রমুখ।

সম্প্রতি আধ ডজন সিনেমা নিয়ে মাঠে নেমেছেন উত্তম আকাশ। এর বেশির ভাগ সিনেমায় আছেন শাকিব খান। পাশাপাশি আছেন মৌসুমী-ওমরসানিও।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares