Select Page

এবার তিশার স্থলাভিষিক্ত মম

এবার তিশার স্থলাভিষিক্ত মম


কিছুদিন আগে আলোচনায় আছেন জাকিয়া বারী মম। বলা হচ্ছে ‘দহন’ সিনেমায় বাঁধন ও পূর্ণিমার ছেড়ে দেওয়া চরিত্রে অভিনয় করছেন তিনি। এবার জানা গেল নুসরাত ইমরোজ তিশার স্থলাভিষিক্ত হয়েছেন অন্য একটি সিনেমায়।

মূলত শিডিউলজনিত জটিলতার কারণে যৌথ প্রযোজনার ‘বালিঘর’ ছেড়ে দেন তিশা। এই খবরটি সোমবার ফেসবুক মারফত তিনি জানান।

দিন গড়াতেই জানা গেল ওই চরিত্রটি লুফে নিয়েছেন মম। খবরটি নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক অরিন্দম শীল। মমও একই কথা জানান।

জানুয়ারিতে ঢাকার একটি হোটেলে ‘বালিঘর’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এর পরপরই শুটিং শুরুর কথা ছিল। কিন্তু অনুমতি সংক্রান্ত জটিলতায় যা পিছিয়ে যায়। পরবর্তী ঘোষণা মতে, সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যায়ন শুরু হবে।

‘বালিঘর’ প্রযোজনা করছে বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও কলকাতার নাথিং বিয়ন্ড সিনেমা।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। মম ছাড়াও আরো আছেন বাংলাদেশের আরিফিন শুভ ও নওশাবা আহমেদ। ভারতীয় শিল্পীদের মধ্যে আছেন আবির চ্যাটার্জি, পার্নো মিত্র, রাহুল ব্যানার্জী ও অনির্বাণ ভট্টাচার্য।

মমকে সর্বশেষ দেখা গেছে অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতা বানু’ সিনেমায়। সামনে দেখা যেতে পারে শিহাব শাহীনের ‘মন ফড়িং’-এ। এতে তার সহশিল্পী আরিফিন শুভ।


মন্তব্য করুন