Select Page

এবার ‘বাদশা খান’ ডিপজল

এবার ‘বাদশা খান’ ডিপজল

অসুস্থতাজনিত বিরতির পর আবারো সিনেমায় ফিরতে যাচ্ছেন মনোয়ার হোসেন ডিপজল। নতুন চলচ্চিত্রের নাম ‘বাদশা খান’। পরিচালনা করবেন এফ আই মানিক। সংবাদ সূত্র জাগো নিউজ।

এ সিনেমায় ডিপজলের তার চরিত্রটি পুরান ঢাকার প্রভাবশালী খান পরিবারের ছেলের।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, “আমার পরিচালনায় সর্বশেষ ‘সৌভাগ্য’ ছবিতে ডিপজল অভিনয় করেছিলেন। তাকে নিয়ে আবারও বড় ধামাকায় হাজির হচ্ছি। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি।”

তবে নায়িকা এখনো চূড়ান্ত হয়নি বলে জানালেন মানিক। কলকাতা থেকে নায়িকা নেওয়ার কথা ভাবা হচ্ছে। তালিকায় এগিয়ে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশাপাশি ছবিতে আরও একটি তরুণ জুটি থাকবে।

আগামী সপ্তাহেই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে।


মন্তব্য করুন