
এবার ‘মরীচিকা’
নতুন চলচ্চিত্র নিয়ে আসছেন রেদওয়ান রনি। ছবির নাম ‘মরীচিকা’। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে তার এই দ্বিতীয় ছবির নাম নিবন্ধন করেছেন তিনি। নিজের লেখা গল্প থেকে চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রেদওয়ান রনি নিজেই।
পি-পং এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য ‘মরীচিকা’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে এই বছরের আগস্ট মাসে। অভিনয় শিল্পী কারা হচ্ছেন সে বিষয়ে থাকছে চমক। খুব শিগগিরই ঘোষণা করা হবে চূড়ান্ত পাত্র-পাত্রীর নাম।
ছবির গল্প প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, একটি সত্যিকারের ভালবাসার গল্প অবলম্বনে কাহিনীটি গড়ে উঠেছে। থাকছে একজোড়া প্রেমিক-প্রেমিকার ভালবাসার দর্শনের বহিঃপ্রকাশ। সম্পর্কের সুখ-দুঃখগুলোকে নানা ভঙ্গিমায় তুলে আনার চেষ্টা করেছি কাহিনীতে। এখন চিত্রনাট্যের শেষ পর্যায়ের কিছু কাজ করছি।
উল্লেখ্য, রেদওয়ান রনির প্রথম চলচ্চিত্র ‘চোরাবালি’ সর্বমোট ৫টি ক্যাটিগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে।
আমাদের সুপারিশ